দশদিন পর চরের জঙ্গল থেকে উদ্ধার সাগরের নিখোঁজ গৃহবধূ
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: পয়লা সেপ্টেম্বর নিখোঁজ হয়ে গিয়েছিলেন সাগরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা গৃহবধূ পূর্ণিমা দোলই (২৫)। জানা গিয়েছে, তিনি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত এই বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে সাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের কশতলা এলাকার নদীর চরের জঙ্গলে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। এবিষয়ে পূর্ণিমাদেবীর এক আত্মীয় গোকুল দোলই বলেন, প্রায় দশদিন আগে পূর্ণিমাদেবী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও তিনি বাড়িতে ফেরেননি। তখন গ্রামবাসীরা তাঁর খোঁজে ওই জঙ্গলে তল্লাশি চালিয়েছিলেন। কিন্তু সেদিন তাঁকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে দু’জন মৎস্যজীবী ওই জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তাঁরা পূর্ণিমাদেবীকে জঙ্গলের ভিতরে পড়ে থাকতে দেখেন। তাঁরা খবর দিতেই গ্রামবাসীরা নদীর ধারের জঙ্গলে গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। বিষয়টি সাগর থানায় জানানো হয়েছে।
পূর্ণিমাদেবীকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা এখনও পরিষ্কার নয়। তিনি সুস্থ হওয়ার পর বিষয়টি জানা যাবে। নিজস্ব চিত্র