গোসাবার গ্রামে বাঘের আতঙ্ক, নদীতে শুরু রাত্রিকালীন টহল
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার গোসাবার লাহিড়ীপুরে পরশমণি গ্রামে বাঘ ঢোকার পর থেকে সতর্ক সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। জঙ্গলে দক্ষিণরায় ফিরে গেলেও, যে রুট ধরে সে গ্রামের দিকে এসেছিল বলে অনুমান করা হয়েছে, সেখানে শুরু হয়েছে রাত্রিকালীন টহলদারি। ফাটানো হচ্ছে পটকা। গ্রামবাসীরা বলেন, বুধবার রাত থেকেই টাইগার রিজার্ভের পক্ষ থেকে এই অভিযান শুরু হয়েছে। আগে এলাকায় কখনও বাঘ দেখা বা বাঘের ডাক শোনা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা খালঘাট থেকে নদী পেরিয়ে পরশমণি গ্রামের দিকে চলে এসেছিল বাঘটি। টাইগার রিজার্ভের পর্যবেক্ষণ, হয়ত পূর্ণিমার কোটালে জঙ্গলে জল বেড়ে যাওয়ায় দিক বুঝতে না পেরে গ্রামের দিকে চলে বাঘটি।