• আট কোটি ব্যয়ে সোদপুরে সিআর রোড সংস্কার শুরু
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি,বরানগর: রাস্তা নাকি ডোবা। সামান্য বৃষ্টি হলেই ভুগতেন এলাকাবাসী। বর্ষা শেষ হলে খানাখন্দ ও ধুলোয় নাভিশ্বাস উঠত পথ চলতি মানুষের। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নরক যন্ত্রণা পোহানো সোদপুরের সাধারণ মানুষ একাধিকবার সিআর রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। অবশেষে, বৃহস্পতিবার সকাল থেকে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পূর্তদপ্তর। আট কোটি টাকা ব্যয়ে রাস্তা সম্পূর্ণ নতুন করে তৈরি করা হবে। কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া।সোদপুর-মধ্যমগ্রাম রোডের উপর ঘোলা থানার উল্টো দিক দিয়ে ঢুকে গিয়েছে সিআর রোড। এই রাস্তার নীচ দিয়ে পানীয় জলের পাইপ লাইন, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের পাইপ ও গ্যাসের লাইন গিয়েছে। তাই রাস্তা মাঝেমধ্যে খোঁড়া হয়। রাস্তা খারাপ হলে ইট ফেলে জোরাতাপ্পি দিত পুরসভা। ১০ বছরের বেশি সময় ধরে এই ব্যবস্থা চলছিল। ফলে ভাঙাচোরা রাস্তায় যাতায়াতে নাভিশ্বাস উঠছিল শহরবাসীর। খানাখন্দে ভর্তি রাস্তার কোথাও হাঁটু সমান গর্ত হয়ে গিয়েছিল। প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। অ্যাম্বুলেন্স ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল। গত ৩০ জুন তিতিবিরক্ত শহরবাসী এই সিআর রোড অবরোধ করেন। রাস্তায় ধানের চারা পোঁতার পাশাপাশি অনেকে জমা জলে সাঁতার কেটে প্রতিবাদও জানিয়েছিলেন। পুরসভার তরফ থেকে বলা হয়েছিল, সোদপুর ফ্লাইওভার বন্ধ হওয়ার আগে এই রাস্তা তৈরি হবে। কারণ, ঘোলা থেকে এই রাস্তা হয়ে সরাসরি গির্জা মোড়ে যাতায়াত করা যাবে। কিন্তু ওই কাজ শুরু না হওয়ায় শহরবাসীর ক্ষোভ চরমে উঠেছিল। এই রাস্তা দিয়ে শহরের ৩২, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাড়াও কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে ভোম্বলা মোড়, রাসমণি মোড় হয়ে সরাসরি গির্জা মোড় দিয়ে বিটি রোডে ওঠা যায়। অবশেষে সিআর রোড থেকে গির্জা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এই চার কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, সিআর রোডের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। পুরসভার তরফে বিষয়টি আমরা পূর্তদপ্তরে তুলে ধরেছিলাম। অবশেষে সেই কাজ শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)