লক্ষ্মীকান্তপুর শাখায় যাত্রী সেজে ট্রেনের কামরা থেকে হার ছিনতাই
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: ট্রেনের কামরায় অন্য যাত্রীদের সঙ্গে মিশে বসেছিলেন এক ছিনতাইবাজ। ট্রেন স্টেশন ছাড়তেই এক মহিলাযাত্রীর গলায় থাকা সোনার হার ছিনতাই করে চলন্ত ট্রেন থেকেই প্লাটফর্মে লাফ দিয়ে পালালেন তিনি। ঘটনাটি ঘটেছে বুধবার, লক্ষ্মীকান্তপুর শাখার কুলপি স্টেশনে। বারুইপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তারপরেই দ্রুত তল্লাশি চালিয়ে ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে জিআরপি।
জিআরপি জানিয়েছে, ধৃতের নাম বাপি মণ্ডল। তাঁর বাড়ি জীবনতলা থানা এলাকায়। কিন্তু সোনারপুরে ঘর ভাড়া দিয়ে থাকেন। তাঁকে জেরা করে হারটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্ত জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অভাবের তাড়নায় তিনি এই কাজ করেছেন।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বারুইপুরের সুবুদ্ধিপুর এলাকার বাসিন্দা এক মহিলা তাঁর ছেলেকে নিয়ে কাকদ্বীপ গিয়েছিলেন ইলিশ মাছ কিনতে। সেখান থেকে আপ নামখানা লোকাল ধরে তিনি বাড়ি ফিরছিলেন। ট্রেনের সামনের দিকে জেনারেল কামরায় একেবারে গেট লাগোয়া সিটে তাঁরা বসেছিলেন। ওই কামরাতেই বসেছিলেন অভিযুক্ত ছিনতাইবাজ। কুলপি স্টেশন থেকে সবে ট্রেন ছেড়েছে। আচমকা মহিলার পিছন দিক থেকে এসে গলার সোনার হার ছিনিয়ে নিয়ে নিমেষের মধ্যে চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে নেমে পড়েন অভিযুক্ত। ওই মহিলা সহ অন্য যাত্রীরা চিৎকার করে ওঠেন। কিন্তু ততক্ষণে পগারপাড় ছিনতাইবাজ।
এদিকে, এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই মহিলাও অসুস্থ বোধ করতে থাকেন। শেষে বারুইপুর স্টেশনে ট্রেন ঢুকলে তিনি নেমে পড়েন। ছেলেকে নিয়ে বারুইপুর জিআরপি-তে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি নিয়ে ওই মহিলাযাত্রী কোনও কথা বলতে চাননি। তবে ভরদুপুরে ট্রেনের মধ্যে এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলেন, দুপুর থেকে রাত– সব সময়েই কামরায় রেল পুলিশ-এর নজরদারি প্রয়োজন। জিআরপির হাতে গ্রেপ্তার অভিযুক্ত বাপি মণ্ডল।