অভিযুক্ত অধরাই, তরুণী খুনের তদন্তে মুম্বইতে যাবে রেল পুলিশ
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিঙ্কু সমাদ্দার খুনের রহস্য কি লুকিয়ে রয়েছে মুম্বইয়ে? সেখানে কারও সঙ্গে গোলমালের জেরে বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় রিঙ্কুকে খুন হতে হয়েছে বলে মনে করছেন রেল পুলিশের অফিসাররা। এর সূত্র খুঁজতে মুম্বই রওনা হচ্ছেন তদন্তকারী টিমের সদস্যরা। পাশাপাশি তাঁর স্বামীকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে।
২৮ আগস্ট রাতে ব্রেস ব্রিজ ও সন্তোষপুর স্টেশনের মাঝে খুন হন রিঙ্কু। তাঁর গলায় একাধিকবার ভোজালির কোপ মারা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়। কিন্তু কে বা কারা খুন করল এই নিয়ে রহস্য রয়ে গিয়েছে। খুনের মোটিভও অজানা রেল পুলিশের তদন্তকারীদের কাছে। তাঁর সঙ্গে যে যুবককে স্টেশনে দেখা গিয়েছিল তার পরিচয় নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা। তাঁরা মনে করছেন, তরুণীকে পরিকল্পনা করেই কলকাতায় ডেকে নিয়ে আসা হয়েছিল। যে কারণে একাই রিঙ্কু এখানে আসেন। কিন্তু কে ডেকে আনল তা জানতে তরুণীর মোবাইল ভরসা তদন্তকারীদের। মোবাইলের কললিস্ট ঘেঁটে তাঁরা দেখেছেন, এমন কতগুলি কল এসেছিল যাঁদের সঙ্গে বহু আগে কথা হয়েছিল রিঙ্কুর। মাঝে কোনও কথা হয়নি। হঠাৎ করে ২৮ আগস্ট ফোন আসায় সন্দেহ বেড়েছে অফিসারদের। যাঁরা ফোন করেছিলেন সকলেই বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। রিঙ্কু কলকাতায় আসছেন কি না জানতেই কী তাঁদের ফোনের খোঁজ চলছে। তাঁদের মাধ্যমে খুনে অভিযুক্তের কাছে তথ্য গিয়েছে কি না সেটাই তদন্তকারীদের নজরে। মুম্বইতে তাঁর সঙ্গে কারও অবৈধ সম্পর্ক ছিল কি না, বা স্বামীর সঙ্গে গোলমালের জেরে এই ঘটনা কি না, জানতেই সেখানে যাচ্ছেন অফিসাররা। মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তাঁদের নজরে। খুনের পরে কেউ তাঁর সই জালিয়াতি করে টাকা তুলেছেন কি না এই সংক্রান্ত নথি ব্যাঙ্কের কাছে চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা।