• ১০ কোটির মাদক উদ্ধারের মামলায় বেকসুর খালাস ৪
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০ সালে কলকাতার কাশীপুর থানা এলাকায় ১২ চাকার ট্রাক থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১০ কোটি টাকার হেরোইন। গাড়িটি আসছিল নাগাল্যান্ড থেকে। ওই ঘটনায় গ্রেপ্তার হয় চার ব্যক্তি। তবে তথ্য‑প্রমাণের অভাবে জেল হেফাজতে থাকা চার অভিযুক্তকে বেকসুর খালাস দিল আদালত। বৃহস্পতিবার আলিপুরের জেলা আদালত ওই আদেশ দেয়। আদালতের মন্তব্য, সরকার পক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়, তাই অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। মুক্তিপ্রাপ্তদের তরফে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, ‘কলকাতা গোয়েন্দা পুলিশের নারকোটিক সেল এই মামলায় আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছিল, তার জোরালো কোনও তথ্য প্রমাণ কোর্টের কাছে পেশ করতে পারেনি।’ মামলার বিশেষ সরকারি আইনজীবী অমল পালকে ফোন করা হলেও প্রতিক্রিয়া মেলেনি। ২০২০ সালের ১ অক্টোবর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের নারকোটিক সেলের অফিসাররা উত্তর কলকাতার কাশীপুর এলাকায় ১২ চাকার একটি ট্রাক আটকায়। উদ্ধার হয় প্রায় ১০ কোটি টাকার হেরোইন। পুলিশ ওই মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেপ্তার করে তিনজনকে। পরে এই ঘটনায় গ্রেপ্তার হয় আর এক অভিযুক্ত। যার বাড়ি নদীয়ায়। অন্য তিনজনের মধ্যে একজনের বাড়ি নাগাল্যান্ডে। বাকি দু’জনের বাড়ি কলকাতায়। পুলিশের অভিযোগ ছিল, নদীয়া থেকে ধৃত ব্যক্তিই এই মাদক পাচারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
  • Link to this news (বর্তমান)