সাড়ে ছয় লক্ষ টাকা প্রতারণার শিকার সল্টলেকের ইঞ্জিনিয়ার
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভুয়ো প্লেসমেন্ট এজেন্সির ফাঁদে পা দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন সল্টলেকের এক আইটি ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি একটি নামী সংস্থায় কর্মরত। অপর একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে চাকরির অফার পেয়েছিলেন। একটি ভুয়ো প্লেসমেন্ট এজেন্সি তাঁকে ওই অফার দেয়। সেই মতো ইন্টারভিউও হয়। বিভিন্ন খাতে তিনি সাড়ে ৬ লক্ষ টাকা পেমেন্টও করে দিয়েছিলেন। পরে বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন। প্রতারিত ইঞ্জিনিয়ার বুধবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে একটি জব পোর্টালে ওই ইঞ্জিনিয়ার চাকরির বিজ্ঞাপন দেখেছিলেন। তাতে তিনি আবেদনও করেন। ওই প্লেসমেন্ট এজেন্সিটি মুম্বই থেকে পরিচালিত হচ্ছে বলে তাঁর কাছে দাবি করেছিল। এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সল্টলেকের ইঞ্জিনিয়ারকে বলা হয়, ওই সংস্থার নাকি ১৮ বছরের অভিজ্ঞতা রয়েছে। প্রয়োজনে ওয়েবসাইট চেক করে দেখুন। এরপর তিনি পরপর দু’বার ইন্টারভিউয়ে বসেন। সংস্থার ‘এইচআর প্রতিনিধিরা’ ইন্টারভিউ নেন। এরপরই বিভিন্ন চার্জের নাম করে তাঁর কাছ থেকে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়া হয়।
পরে তাঁকে আরও উচ্চপদে নিয়োগের জন্য একটি চিঠি দেওয়া হয়। যেখানে বার্ষিক বেতনের প্যাকেজ বলা হয়েছিল ১ কোটি ৩ লক্ষ টাকা। তার জন্য তাঁকে আরও ৬ লক্ষ ৫০ হাজার টাকা ডিপোজিট করতে বলা হয়। তাতেই সন্দেহ হয় ইঞ্জিনিয়ারের। তিনি কোনও টাকা না দিয়ে পুলিশের দ্বারস্থ হন। সোজা বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রতারণা এবং সাইবার জালিয়াতির মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। সাইবার বিশেষজ্ঞদের দাবি, অনলাইনে যে কোনও ধরনের কাজের অফার পেলে সতর্ক হতে হবে। যে কোনও ধরনের পেমেন্ট করার আগে নিশ্চিত হতে হবে। অসতর্ক হলেই বিপদ।