• চিড়িয়াখানায় দু’দিনে মৃত্যু দুই বাঘিনির, তদন্তে টিম
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: জন্তুদের সংখ্যায় বিস্তর গরমিলের ঘটনায় আগেই সেন্ট্রাল জ়ু অথরিটির প্রশ্নের মুখে পড়েছিলেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ বার আরও বিড়ম্বনায় চিড়িয়াখানার আধিকারিকরা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চিড়িয়াখানায় মৃত্যু হলো দু’টি বাঘিনীর। প্রাথমিক ভাবে দু’টি বাঘিনীই বয়সজনিত কারণে মারা গিয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এই কৈফিয়তে সন্তুষ্ট না হয়ে তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জ়ু অথরিটি।

    চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চিড়িয়াখানায় মৃত্যু হয় ১৭ বছরের বাঘিনী ‘পায়েল’–এর। এই বাঘিনীটিকে ২০১৬–য় ওডিশার নন্দনকানন থেকে কলকাতায় আনা হয়েছিল। বেশ কিছু দিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিল সে। চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, পায়েল এতটাই অসুস্থ ছিল যে কিছুদিন ধরে তার হাঁটাচলার ক্ষমতাও ছিল না। বন্ধ করে দিয়েছিল খাওয়া–দাওয়া।

    পায়েলের মৃত্যুর পরে ২৪ ঘণ্টা না–পেরোতেই বুধবার সকালে মারা যায় আরও এক বাঘিনী ‘রূপা’। ২০০৪ সালে আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম হয়েছিল রূপার। তার মা ছিল ‘কৃষ্ণা’ এবং বাবা সাদা বাঘ ‘অনির্বাণ’। চিড়িয়াখানা জানিয়েছে, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপাও। তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল।

    বিশেষজ্ঞদের মতে, প্রকৃতিতে রয়্যাল বেঙ্গল টাইগার ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে। সেই হিসেবে ১৭ বছরের পায়েল এবং ২১ বছরের রূপার মৃত্যু অকালে হয়েছে, এমন বলা যাবে না। তবে পর পর দু’টি বাঘিনীর মৃত্যুর পরে সেন্ট্রাল জ়ু অথরিটির নির্দেশে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদেহ দু’টির ময়নাতদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। ভিসেরা পরীক্ষাও করা হবে। তিন পশু চিকিৎসককে নিয়ে তৈরি একটি টিম ময়নাতদন্ত করবে। পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হবে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)