• Breaking News Live: উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন রাধাকৃষ্ণণ, দর্শকাসনে বসে দেখলেন ধনখড়
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দর্শকাসনে উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।

    রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন সিপি রাধাকৃষ্ণণ। কিছুক্ষণের মধ্যেই উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন তিনি।

    ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে সাধারণ মানুষ শক্তি পাবেন বলেন মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘মণিপুর সফরে মোদীর উপস্থিতি সাধারণ মানুষকে শক্তি জোগাবে’। তবে বিরোধীরা মণিপুরে শান্তি চায় না বলেই মত তাঁর।

    ভয়াবহ ধসে চার জনের মৃত্যু হলো সিকিমে। নিখোঁজ তিন জন। জখম একাধিক। শুক্রবার সকালে ইয়াংথাং এলাকার আপার রিম্বিতে আচমকা ধস নামে। পুলিশ সুপার গেজ়িং শেরিং শেরপা জানান, ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের ঝিল থেকে ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় সুয়োমোটো মামলা দায়ের করল পুলিশ। তবে মৃত ছাত্রীর পরিবার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

    ‘টক টু মেয়র’ কর্মসূচিতে কলকাতাবাসীর সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার বিকেলে কলকাতা পুরসভায় এই কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তার পরে সাংবাদিক সম্মেলন করারও কথা রয়েছে তাঁর।

    শুক্রবার আংশিক মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

  • Link to this news (এই সময়)