• মর্মান্তিক, জোটেনি হুইলচেয়ার, যন্ত্রণায় কাতর বৃদ্ধকে টেনে হিঁচড়ে সরকারি হাসপাতাল থেকে বার করলেন ছেলে! দেখুন ভাইরাল ভিডিও
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এ দৃশ্য হৃদয়বিদারক, দেখলে চোখে জল আসবেই। চিকিৎসার জন্য বয়স্ক বাবাকে নিয়ে সরকারি হাসপাতালে এসেছিলেন ছেলে। ঠায় অপেক্ষা করেন দু'ঘন্টা। কিন্তু, বার বার বলা সত্ত্বেও ওই সময়কালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধকে একটি হুইলচেয়ার জোগাড় করে দিতে পারেননি। ধৈর্যের শেষ সীমা পার হলে ছেলে বৃদ্ধকে নিয়ে হাসপাতাল ছাড়েন। সেই সময়কার একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে।এরপরই প্রস্নের মুখে সরকারি স্বাস্থ্য পরিষেবা।

    ঘটনাটি চামিলনাড়ুর কোয়েম্বাটুরের সরকারি জেনারেল হাসপাতালের। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, হুইলচেয়ার না পেয়ে দীর্ঘ্যক্ষণ অপেক্ষারত বৃদ্ধকে পাঁজাকোলা করে টেনে হিঁচড়ে হাসপাতাল থেকে বার তকরছেন তাঁর ছেলে। বৃদ্ধের চোখে-মুখে কষ্টের ছাপ। তাঁর এক পায়ের জুতো উল্টে গিয়েছে। সেভাবেই বৃদ্ধকে কোনও মতে টেনে হাসপাতালের গেট থেকে বার করা হচ্ছে!

    ভিডিও-তে আরও দেখা যাচ্ছে যে, বৃদ্ধ বাবাকে টেনে বার করার সময় তাঁর ছেলে রীতিমত রেগে গিয়েছেন। হাসপাতালের কর্মীদের হাত দেখিয়ে উষ্মা উগড়ে দিচ্ছেন। শেষে দেখা গিয়েছে, বৃদ্ধকে হাসপাতালের সিঁড়িতে বসিয়ে রাখা হয়েছে। 

    কোয়েম্বাটুর সরকারি জেনারেল হাসপাতালে দুই ঘন্টা অপেক্ষা করার পরেও হুইলচেয়ার না দেওয়ায় এক ছেলে তার অসুস্থ বাবাকে মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তামিলনাড়ুর বিজেপি প্রধান নৈনার নাগেন্দ্রন বৃহস্পতিবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, দুই ঘন্টা অপেক্ষা করার পরেও হুইলচেয়ার না দেওয়ায় এক ছেলে তার অসুস্থ বাবাকে মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভিডিওটি শেয়ার করে তামিলনাড়ুর বিজেপি নেতা নাগেন্দ্রন ঘটনাটিকে "হৃদয়বিদারক" বলে বর্ণনা করেছেন এবং রাজ্যের শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা থাকার যে দাবি শাসক দল ডিএমকে করে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, "পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাটের সুবিধা ছাড়াই কাপড়ের স্ট্রেচারে রোগীদের বহন করা থেকে শুরু করে মাল্টি-স্পেশালিটি হাসপাতালে রোগীদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী স্ট্যালিন,মানুষকে চিকিৎসা সেবার নামে যন্ত্রণা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এটাই কি 'বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা পরিকাঠামো?'"

    নাগেন্দ্রন সরকারের বিরুদ্ধে অপরিহার্য পরিষেবার চেয়ে প্রচারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, "অন্তত সরকারের মেয়াদ শেষ হওয়ার দ্বারপ্রান্তে, ঝলমলে খালি বিজ্ঞাপন বাদ দিন এবং মৌলিক চিকিৎসা সুবিধা উন্নত করুন।" 
  • Link to this news (আজকাল)