যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, ঝিলপাড় থেকে দেহ উদ্ধার
আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অনুষ্ঠানের মাঝেই পুকুর থেকে এক ছাত্রীকে উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টা নাগাদ গেট নম্বর ৪ এর কাছে, ইউনিয়ন রুমের পাশের পুকুরে(ঝিলপাড়) ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সহপাঠীরা ছাত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই সাড়া না মেলায় তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতা ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। খবর পেয়েই যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিশ্ববিদ্যালয় সূত্রে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছেন তদন্তকারীরা।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর ঘটনা সত্যি। তবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তা প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। আপাতত বিশ্ববিদ্যালয় চত্বরে থমথমে পরিবেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাচীরের ভিতর ছাত্রছাত্রীদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।