• পশ্চিম সিকিমে ধসের জেরে মৃত্যু হল চারজনের, নিখোঁজ ৩, জখম বহু
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের বিপর্যস্ত সিকিম। পরিস্থিতির উন্নতি হওয়ায় দু’দিন আগেই উত্তর সিকিমের কিছু অংশ খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। কিন্তু গতকাল, বৃহস্পতিবার রাতে ফের ভয়াবহ ধস নামে। এবার ধস নেমেছে পশ্চিম সিকিমে। এই ধসের কবলে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। জখম বেশ কয়েকজন। নিখোঁজ তিন। গতকাল, বৃহস্পতিবার মাঝরাতে আপার রিম্বি এলাকায় ধস নামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিকিম পুলিস ও এসএসবি। ধসের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও এক মহিলার। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে সিকিম পুলিশের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে গেজিংয়ের পুলিশ সুপার শেরিং শেরপা জানিয়েছেন, বিপজ্জনক এলাকায় উদ্ধারকাজ চালানো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবুও আমরা এসএসবি এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে ফুঁসতে থাকা নদীর উপর যুদ্ধকালীন তৎপরতায় একটি অস্থায়ী কাঠের সেতু বানিয়ে ফেলি। তারপরেই ধসে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হই। দ্রুত তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। 
  • Link to this news (বর্তমান)