বাতাসে জলীয় বাষ্প প্রবেশের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে শহরে আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থিত ঘূর্ণাবর্তটি আগামী দু’দিনের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর ওড়িশা সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সিকিমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার ফলে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ থেকে শহরে।উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা না জারি থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সবজেলাতেই। যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গ থেকে শহরে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ স্বল্প স্থায়ী ভারী বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।