• তিন মাসের শিশুকে মায়ের কোল থেকে টেনে নিয়ে গেল নেকড়ে, তীব্র আতঙ্ক বাহারাইচে
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ফের উত্তরপ্রদেশে নেকড়ের আতঙ্ক। ভয়ে সিঁটিয়ে রয়েছে উত্তরপ্রদেশের বাহোরওয়া গ্রাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির বারান্দায় মায়ের সঙ্গে শুয়েছিল তিন বছরের এক শিশু। তাকে টেনে নিয়ে যায় নেকড়ে। সকালে আখের খেতে ওই শিশুর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। দিন সাতেক আগেই ওই এলাকাতেই নেকড়ের হামলায় মৃত্যু হয় সাত বছরের এক নাবালিকার। স্বাভাবিক ভাবেই পর পর ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন। গত বছরই বাহারাইচে এক পাল নেকড়ের হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়। নেকড়ের আক্রমণে গুরুতর জখম হন অনেকে।

    সূত্রের খবর, বাহারাইচের বাহোরওয়া গ্রামের এক মহিলা বৃহস্পতিবার রাতে নিজের মেয়েকে কাছে নিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময়ে একটি নেকড়ে এসে হামলা চালায় তাঁদের উপরে। টেনে নিয়ে যায় শিশুটিকে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসেন এবং শিশুটির খোঁজ শুরু করেন। সারারাত খুঁজেও ওই নাবালিকার হদিশ পাওয়া যায়নি। সকালে গ্রাম লাগোয়া আখের খেতে ওই শিশুটির দেহ উদ্ধার হয়।

    উল্লেখ্য, নেপাল সীমান্ত লাগোয়া বাহারাইচে অতীতেও নেকড়ের হানার ঘটনা ঘটেছিল। বনদপ্তরের তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বনকর্মী দাবি করেছেন, নেকড়ে সাধারণত মানুষখেকো হয় না। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখছেন বন দপ্তরের কর্মীরা। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই বাহারাইচে বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায় এক মহিলার উপরে আক্রমণ করেছিল একটি লেপার্ড। সেই হামলায় মৃত্যু হয় মহিলার।

  • Link to this news (এই সময়)