• সিকিমে ধস নেমে ভাঙল বাড়ি, মৃত ৪
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • শুক্রবার সকালে ধস নামে সিকিমের ই‌য়াংথাঙে। ধসের কারণে একই পরিবারের চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সশস্ত্র সীমান্ত বলের (এসএসবি) সদস্যেরা। ধসের নীচে চাপা পড়ে আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    জানা গিয়েছে, শুক্রবার ভোরে পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ই‌য়াংথাঙে ধস নামে। কাদামাটি ও পাথরের ধস হুড়মুড়িয়ে এসে পড়ে একটি বাড়ির উপর। বাড়ির ভিতরেই আটকে পড়েন পরিবারের সদস্যরা। ধসের কারণে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে খবর।

    পুলিশ সুপার গেইজিং শেরিং শেরপা জানিয়েছেন, দুর্যোগের মাঝেও উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ ও এসএসবি জওয়ানেরা। ঘটনাস্থল থেকে দু’জন মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও এক জনের মৃত্যু হয়। দুর্গম এলাকায় উদ্ধারকার্য চালাতে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে পশ্চিম সিকিমের বিস্তীর্ণ অংশে। অতিবৃষ্টির কারণে হিউম নদী প্লাবিত হয়েছে। ভূমিধস নেমেছে একাধিক জায়গায়। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (এই সময়)