• মায়ের কাছে বকা খাচ্ছেন মোদী, কংগ্রেসের AI ভিডিয়ো নিয়ে কেন তরজা?
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ফের বিজেপি-কংগ্রেস তরজা। ফের তরজার কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন। এ বার হীরাবেনের এআই ভিডিয়ো নিয়ে তুমুল ঝামেলা শুরু হয়েছে শাসক ও বিরোধীর মধ্যে। শুক্রবার কংগ্রেস সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে, হীরাবেনের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমন এআই নির্ভর মডেল প্রধানমন্ত্রীর নানা কাজের সমালোচনা করছেন। বিজেপির দাবি, এর আগে প্রধানমন্ত্রীর প্রয়াত মায়ের নামে কটূক্তি করা হয়েছিল, এ বার এআই ভিডিয়োর মাধ্যমে অপমান করা হয়েছে। পাল্টা কংগ্রেসের দাবি, এতে অপমানের কিছুই নেই।

    বিহার কংগ্রেসের তরফে X হ্যান্ডলে ওই ভিডিয়ো পোস্ট করা হয়। তারপরে তোপ দাগে বিজেপি। তাদের দাবি, ভোট পাওয়ার জন্য কংগ্রেস এমন কাজ করছে যেখানে সব মহিলাকেই অপমান করা হচ্ছে। বিজেপি মুখপাত্র শাহনাওয়াজ হুসেনের অভিযোগ, গত মাসেই বিহারের মিছিল থেকে হীরাবেন মোদীর নামে কটূক্তি করা হয়েছিল। এ বার এআই ভিডিয়ো বানিয়ে অপমান করা হলো। বিজেপির অভিযোগ, মায়েদের আবেগ নিয়ে খেলা করছে কংগ্রেস।

    কংগ্রেস নেতা পবন খেড়ার দাবি, ‘বাবা-মায়ের দায়িত্ব শিশুদের শিক্ষা দেওয়া। উনি(প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন) নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছেন। যদি সন্তান মনে করে সেটা তাঁর অপমান। তাহলে সেটা তাঁর সমস্যা।’

    এআই দিয়ে তৈরি ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাকে নিয়ে স্বপ্ন দেখছেন। সেখানে তাঁর মা অভিযোগ করছেন, রাজনীতির জন্য তাঁকে ব্যবহার করছে খোদ তাঁর সন্তান। নোটবন্দির সময়ে লাইনে দাঁড় করানো থেকে শুরু করে পা ধোয়ানোর রিল বানানোর প্রসঙ্গও তোলা হয়েছে।

  • Link to this news (এই সময়)