• কলকাতা থেকে এক ট্রেনে মিজোরাম, চালু পুজোর আগেই, জানুন সময়সূচি
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আগেই রাজ্যের পর্যটকদের জন্য সুখবর। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন হতে চলেছে। এই ট্রেন যাবে মিজোরামের সায়রং পর্যন্ত। প্রথম রেলপথে যুক্ত হচ্ছে পশ্চিমবং ও মিজোরাম। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতা থেকে সায়রং এবং ১৮ তারিখ সায়রং থেকে কলকাতা পর্যন্ত ২টি ট্রেন যাত্রা শুরু করবে। দেখে নেওয়া যাক বিস্তারিত —

    ট্রেনটি ১৬ সেপ্টেম্বর থেকে চালু হবে। শনিবার, মঙ্গলবার ও বুধবার চলবে ট্রেনটি। কলকাতা স্টেশন থেকে বেলা ১২.২৫ মিনিটে ছেড়ে কামাখ্যা পৌঁছবে পরের দিন সকাল ৫.৫০ মিনিটে। গুয়াহাটি পৌঁছবে সকাল ৬.৩০ মিনিটে। মিজোরামের সায়রং পৌঁছবে সন্ধ্যা ৭.৪৫ মিনিটে।

    ট্রেনটি ১৮ সেপ্টেম্বর থেকে চালু হবে। মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ট্রেনটি চলবে। সায়রং স্টেশন থেকে সকাল ৭.১৫ মিনিটে ছাড়বে। গুয়াহাটি পৌঁছবে সন্ধ্যা ৭.১০ মিনিটে। কামাখ্যা পৌঁছবে ৭.৩৫ মিনিটে। কলকাতা পৌঁছবে পরের দিন বেলা ২.৩০ মিনিটে।

    ট্রেনটি নৈহাটি জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ স্টেশন, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা স্টেশন, মালদা টাউন স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন, কামাখ্যা, গুয়াহাটি স্টেশনে স্টপেজ দেবে।

    নতুন ট্রেন দু’টি ছাড়াও আগামী ১৩ সেপ্টেম্বর ০৩১২৬ বইবরী থেকে কলকাতা পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানো হবে। ট্রেনটি বইবরী স্টেশন থেকে সকাল ১০টা নাগাদ ছাড়বে। রাত ৯.২৫ মিনিট নাগাদ ট্রেনটি গুয়াহাটি স্টেশনে পৌঁছবে। কলকাতা পৌঁছবে পরের দিন বিকেল পাঁচটা নাগাদ।

  • Link to this news (এই সময়)