• দেশের উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন, বসে বসে উত্তরসূরির শপথ গ্রহণ দেখলেন ধনখড়, ভিডিওতে ধরা পড়ল সবটা...
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ৯ সেপ্টেম্বর ঠিক হয়ে গিয়েছিল, ধনখড় পরবর্তী পর্যায়ে দেশের উপরাষ্ট্রপতি হচ্ছেন কে। যদিও তিনিই যে বসবেন পদে, তা যেন স্পষ্ট ছিল আরও আগে থেকেই। শুক্রবার দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেব শপথ গ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণণ। শুক্রবার সকাল দশটা দশ মিনিটে রাষ্ট্রপতিভবনে শপথ নেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে, দীর্ঘকাল পরে দেখা মেলে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। আচমকা তিনি তাঁর মেয়াদকালের মাঝেই ইস্তফা দিয়েছিলেন। তারপর থেকে, জগদীপ ধনখড় কোথায়, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শুক্রবার নজর কাড়ল তাঁর উপস্থিতি।

    শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন চন্দ্রপুরম পোন্নুসামী রাধাকৃষ্ণণ। জুলাই মাসে, আচমকা মেয়াদ শেষের আগেই ইস্তফা দেন পূর্ববর্তী উপরাষ্ট্রপতি। যদিও কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণকেই উল্লেখ করেছিলেন, তবে তা নিয়ে জল্পনা হয়েছে দেশের রাজনীতিতে বিস্তর। জগদীপ ধনখড়ের পর, ওই আসনে বসবেন কে? তা নিয়ে জল্পনার মাঝেই সামনে আসে দুই প্রার্থীর নাম। 

    উপরাষ্ট্রপতি পদের লড়াইতে সিপি রাধাকৃষ্ণণকে প্রার্থী করেছিল এনডিএ। দক্ষিণী অস্মিতাকে উস্কে দেওয়া হয়েছে। জোটের ধর্ম মানতে গিয়ে কার্যত দ্বিধায় পড়েছিল ডিএমকে। অন্যদিকে পাল্টা দক্ষিণী তাস খেলেছে বিরোধী 'ইন্ডিয়া' জোটও। তারা প্রার্থী করেছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। তিনি আবার অবিভক্ত অন্ধপ্রদেশের ভূমিপুত্র। 

    লোকসভায় এনডিএ-র ২৯৩টি এবং রাজ্যসভায় ১৩৩টি আসন রয়েছে। সংখ্যার দিক থেকে দেখলে, বিজেপি স্বাচ্ছন্দ্যে সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতির কুরশিতে বসাতে পারবে, তা স্পষ্ট হয়েছিল আগেই। বিরোধী দল, অর্থাৎ কংগ্রেস-নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের ভোট মাত্র ৩১৫, যার মধ্যে আম আদমি পার্টির ১২ জন সাংসদ রয়েছেন যারা বিচারপতি রেড্ডিকে সমর্থন করতে পারতেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, এই ভোটে বিজেপির লক্ষ্য কেবল জিতে যাওয়া নয়, বিজেপির লক্ষ্য ছিল অবশ্যই মার্জিন বাড়ানো।

     
  • Link to this news (আজকাল)