• সিনিয়রকে বোকা বানাতে গিয়ে বিপত্তি! সৌজন্যে ওয়ার্ক ফ্রম হোম
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে কাজ করতে গিয়ে ঘটে গেল বিরাট বিপত্তি। একজন টেক পেশাজীবী যিনি স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার অনুমতি পেয়েছিলেন  সম্প্রতি এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অনলাইনে মিটিং চলাকালীন ট্রেন থেকে লগ-ইন করতে গিয়ে তিনি ধরা পড়ে যান।

    এই পোস্টটি এখন রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে তিনি লিখেছেন, তার সংস্থা কর্মীদের জন্য ন্যূনতম ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড সংযোগ বাধ্যতামূলক করেছে। কিন্তু ব্যক্তিগত কারণে তাকে ট্রেনে উঠতে হয়েছিল। “গতকাল আমি ট্রেনে ছিলাম। হঠাৎ টিম লিড আমাকে বললেন স্ক্রিন শেয়ার করে একটি স্পিড টেস্ট চালাতে। ট্রেন তখন দাঁড়িয়ে ছিল, তাই করলাম। 

    অবস্থা আরও খারাপ হয় যখন এক খাবার বিক্রেতা এসে কফির জন্য প্রশ্ন করেন। সেই সময় তার মাইক্রোফোন খোলা ছিল। ব্যাস, টিম লিডার সঙ্গে সঙ্গে বুঝে যান যে সে বাড়িতে নেই। তার কথায়, টিম লিড ব্যাপারটিকে গুরুত্বসহকারে নেন। তিনি রাগ দেখান এবং হতাশ হয়ে বলেন, অন্য কেউ হলে সরাসরি সতর্কবার্তা মেইল যেত বা অপারেশন ম্যানেজারের কাছে রিপোর্ট হত। পরিস্থিতি সামলাতে সেই কর্মী তাকে মেসেজ করে দুঃখপ্রকাশ করেন। এরপর সেই কর্মী প্রতিশ্রুতি দেন এমন আর হবে না। এক ঘণ্টা পর উত্তর আসে ওকে। 

    পোস্টে ওই কর্মী স্বীকার করেন তিনি দুশ্চিন্তায় আছেন। নিজের পোস্টে লেখেন, “এখন ভাবছি আমি কি সত্যিই বিপদে? দীর্ঘমেয়াদে চাকরির ক্ষতি হবে, নাকি এটা একবারের ভুল ভেবে এড়িয়ে যাবে?” এরপর নানা মহল থেকে নানা মতামত এসেছে। এক জন লিখেছেন, “এমন কড়া ইন্টারনেট নীতির মানে কী? কী ধরনের কাজ যে এত উচ্চগতির সংযোগ অপরিহার্য?”

    অন্য একজন ব্যাখ্যা করেছেন, “যদি কোম্পানির VPN ব্যবহার করতে হয় তবে ১০০ এমবিপিএসের মতো সংযোগ লাগতে পারে। আমার ক্ষেত্রেও VPN চালু করলে গতি ৮৫% কমে যায়। তাই হাই-স্পিড ওয়াই-ফাই ছাড়া উপায় নেই।”

    অনেকে আবার পেশাদারিত্বের দিকটি গুরুত্ব দিয়েছেন। “কাজ মানে শুধু কোড লেখা নয়, মিটিং আর আলোচনাও আছে। কল্পনা করুন, কেউ ট্রেন থেকে কল ধরেছে, পেছনে হট্টগোল, আর ইন্টারনেট সমস্যা হয়েছে।”

    অন্যরা সতর্ক করেছেন জনসমক্ষে মিটিং করার ঝুঁকি নিয়ে। “WFH মানে সব জায়গা থেকে কাজ নয়। পাবলিক স্পেসে কল করা ঠিক নয় প্রফেশনালিজম ও গোপনীয়তা দুটোই নষ্ট হয়। প্রয়োজনে ছুটি নিন বা ম্যানেজারকে আগে জানিয়ে রাখুন।” এই ঘটনাটি স্পষ্টভাবে দেখাচ্ছে, স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার সুবিধা থাকলেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা জরুরি। নইলে ছোট ভুল থেকেও বড় বিপদ ডেকে আনা সম্ভব।
  • Link to this news (আজকাল)