• কিছুক্ষণেই শুরু হবে তাণ্ডব, এই জেলাগুলিকে তছনছ করতে পারে দমকা হাওয়া! সঙ্গে বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, আবহাওয়ার আপডেট জানুন...
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুজো আর কদ্দিন? হাতের আঙুলে গোনা যাবে এখন কমে আসা দিনের সংখ্যা। কিন্তু তাতে কি? মাঝে মাঝে আকাশ শরৎকালের মতো লাগলেও, মাঝে মাঝেই যেন একেবারে ঘোর বর্ষা। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আরও কদিন সইতে হবে এই ঝড়-বৃষ্টির তাণ্ডব।

    শুক্রবার সকালেই হাওয়া অফিস আবহাওয়ার বড় আপডেট দিয়েছে। সকাল ৭.৪৪-এর আপডেটে হাওয়া অফিস একাধিক জেলায় আগামী কয়েকঘণ্টায় ঝড়-জল-বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। 

    সেপ্টেম্বরেও বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়ছে না। আগেভাগেই মৌসম ভবন সতর্ক করেছে, দেশজুড়ে সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বর্ষা জুড়ে একটানা তুমুল বৃষ্টির জেরে রাজ্যে রাজ্যে চরম দুর্ভোগ জারি রয়েছে। এখনও বন্যা পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায়। বঙ্গেও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি। 

    মৌসম ভবন সূত্রে তথ্য,  বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।  রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 

     বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে। শনিবার ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। জারি রয়েছে কমলা সতর্কতা। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। 

    আগামী রবিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)