বহু মানুষের উপকার হবে, সেতু উদ্বোধনের পর জানালেন হুগলির সাংসদ রচনা...
আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক বছর আগে কাজ শুরু হয়েছিল। শুক্রবার ১২ সেপ্টেম্বর সেই সেতুর উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামনগর খালের উপরে এই সেতু প্রায় ৭০ মিটার দীর্ঘ।
জনশ্রুতি আছে, একসময় খাল পেরিয়ে এলাকার নীলকুঠিতে আসতেন সাহেবরা। ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে খালের উপর সংযোগকারী রাস্তা না থাকায়। প্রশাসন ও গ্রামবাসীদের উদ্যোগে প্রথমে বাঁধ তৈরি হয়। খামারগাছি ডুমুরদহ থেকে অসম লিঙ্ক রোড ধরে কুন্তীঘাট যেতে প্রায় আধঘন্টা সময় লাগতো। প্রতিদিন চার–পাঁচ হাজার মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে। সেতু তৈরি হওয়ায় এখন খুব কম সময়েই যাতায়াত সম্ভব হবে।
শুক্রবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শ্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ পানীয় পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সাংসদ বলেন, মানুষ খুশি হয়েছে এই সেতু তৈরি হওয়ায়। মানুষ এতদিন যে কষ্ট করেছে তা লাঘব হল। পঞ্চদশ অর্থ কমিশনের ৩৪ লক্ষ টাকায় এই সেতু এবং ১২৫ মিটার রাস্তা তৈরি হয়েছে বলে জানা গেছে।