দিল্লি ও বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক! বিস্ফোরণের হুমকি দিয়ে এসেছে ই-মেল
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: দিল্লির স্কুলগুলিতে বেশ কয়েকদিন ধরেই বোমা হামলার হুমকি আসছিল। ই-মেলে বলা হতো স্কুলে বিস্ফোরক রাখা হয়েছে। যার ফলে স্কুলগুলিতে উত্তেজনা ছড়াতো। তড়িঘড়ি ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হতো। শুরু হতো তল্লাশি। কিন্তু কিছুই পাওয়া যেত না। এবার স্কুল ছেড়ে আদালতে বোমাতঙ্কের ঘটনা ঘটল। আজ, শুক্রবার প্রথমে দিল্লি ও পরে বম্বে হাইকোর্টে বোমা হামলার হুমকি ই-মেল এসেছে। দিল্লি হাইকোর্টে পাঠানো হুমকি ই-মেলে বলা হয়েছে, আদালত চত্বরে তিনটি বোমা রাখা হয়েছে। দুপুর ২টোর মধ্যে জায়গা খালি করে দিতে হবে। সেই খবর পেতেই দিল্লি হাইকোর্টে পৌঁছয় পুলিস ও দমকল। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডেও। দ্রুত খালি করে দেওয়া হয় আদালত চত্বর। চলছিল একাধিক মামলার শুনানি। তা মাঝপথেই বন্ধ রেখে বেরিয়ে যেতে হয় বিচারপতি, আইনজীবীদের। যদিও তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি বলে সূত্রের খবর। উদ্ধার হয়নি কোনও বিস্ফোরকও। বম্বে হাইকোর্টেও তল্লাশি শুরু হয়েছে।যদিও পুলিসের আশঙ্কা সেখানেও কোনও বিস্ফোরক পাওয়া যাবে না। পুরোটাই ভুয়ো। পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘কানিমোঝি থেভিডিয়া’ নামে এক ই-মেল আইডি থেকে বোমাতঙ্কের বার্তাটি পাঠানো হয়েছে দিল্লি হাইকোর্টে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ‘শীঘ্রই বিচারপতিদের চেম্বারে বিস্ফোরণ হবে। তবে এই বিস্ফোরণ শুধুমাত্র ট্রেলার, কিছুদিনের মধ্যেই তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের পুত্রের উপর অ্যাসিড হামলাও করা হবে। ধর্মনিরপেক্ষ নেতাদের বিবর্তনের প্রয়োজন, আর তার জন্য কিছু লোককে নির্মূল করা হবে।’ দিল্লি হাইকোর্টে পাঠানো হুমকি ই-মেলে উদয়নিধি স্ট্যালিন ছাড়াও রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নাম। টানা হয়েছে বিজেপি ও আরএসএসের প্রসঙ্গও। কোথা থেকে এসেছে ই-মেলটি? তদন্ত শুরু হয়েছে।