পারিবারিক অশান্তির জেরে ছেলেকে কুপিয়ে খুন করল বাবা, চাঞ্চল্য
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: পারিবারিক অশান্তির জের। ধারালো অস্ত্র দিয়ে নিজেরই ছোট ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের কালচিনির মেচপাড়া চা বাগানের এক অবসরপ্রাপ্ত শ্রমিকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দিবাস কচ্ছপ(২৭)। গতকাল, বৃহস্পতিবার রাতে মেচপাড়া চা বাগানের ভাদু লাইনে ঘটেছে ঘটনাটি। ছেলেকে খুন করার অভিযোগে পুলিশ ওই অবসরপ্রাপ্ত শ্রমিক মঙ্গল কচ্ছপকে গ্রেপ্তার করেছে।এই খুনের ঘটনার জেরে মেচপাড়া চা বাগানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ, শুক্রবার পুলিশ ধৃতকে আদালতে তুলবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ বিচারকের কাছে আবেদন জানাবে বলে জানা গিয়েছে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তদন্তও চলছে।
Link to this news (বর্তমান)