নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি সংক্রান্ত বিবাদের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন মহিলা সহ উভয়পক্ষের ৭ জন। আজ, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত চাকলা পঞ্চায়েতের রামনগর এলাকায়। জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন ধরেই। এদিন একপক্ষ বিতর্কিত জমিতে গেলে অপর পক্ষে প্রতিবাদ করে।প্রথমে বচসা, পরে দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে জখম হন মহিলা সহ উভয়পক্ষের ৭ জন। জখমদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে বারাসত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দুই পক্ষই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।