দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বচসা চলাকালীন আচমকাই সহপাঠীকে ছুরির কোপ! মৃত্যু
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভর দুপুরে মেট্রো স্টেশনে ধুন্ধুমার কাণ্ড! দুই ছাত্রের মধ্যে মারামারির জেরে উত্তপ্ত হল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চত্বর। শুধুই মারামারি নয়। ধারালো অস্ত্র দিয়ে এক ছাত্রকে কুপিয়ে ‘খুন’ করল অপর এক ছাত্র। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার দুপুরে মনোজিৎ যাদব নামের এক স্কুল পড়ুয়া মেট্রো থেকে দক্ষিণেশ্বর স্টেশনে নামে। তার সঙ্গেই ছিল সহপাঠীরা।প্ল্যাটফর্ম থেকে স্টেশনের দোতলায় নামার পরে ফুড স্টলের কাছে দাঁড়িয়ে আচমকাই অপর এক ছাত্রের সঙ্গে ঝগড়া শুরু হয় মনোজিতের। ঝগড়ার সময়ে আচমকাই অপর ছাত্রটি স্কুলব্যাগ থেকে একটি ছুরি বের করে মনোজিতের পেটে, বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে মনোজিত। রক্তে ভেসে যায় গোটা এলাকা। অভিযুক্ত ছাত্রকে সঙ্গে সঙ্গেই তাড়া করে অন্য ছাত্ররা। রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়াকে লুটিয়ে পড়তে দেখে দুই ব্যক্তি তাকে বাইকে করে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যদিও মনোজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রচুর রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দক্ষিণেশ্বর থানার পুলিস ইতিমধ্যেই একজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ চলছে।