• এসএসসি দুর্নীতি মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন
    দৈনিক স্টেটসম্যান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় দুর্নীতির বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। বৃহস্পতিবার সমস্ত চার্জশিট জমা দেওয়ায় এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মামলায় অভিযুক্ত ২১ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আদালতে এই মামলার চার্জশিট গঠন করা হয়। এই প্রথম এসএসসি মামলায় কারও বিরুদ্ধে চার্জশিট গঠন হল। এদিন মামলার শুনানিতে হাসপাতাল থেকে ভার্চুয়ালভাবে যোগ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর পাশাপাশি আরও অনেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন।

    নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এর আগেও আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মোট ৪ টি চার্জশিট জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট গঠন সম্পন্ন হয়েছে। আদালতে প্রায় ২১ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আদালতে চার্জশিট গঠন করা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, নথি জাল ইত্যাদি বিভিন্ন অভিযোগে চার্জশিট গঠন করা হয়েছে। অভিযুক্ত ২১ জনের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, নিয়োগকর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ প্রমুখ ব্যক্তি। আদালতে বিচারক বিশ্বরূপ শেঠের বেঞ্চে এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হবে।

    বৃহস্পতিবার আলিপুর আদালতে এই মামলার শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে মামলায় যোগ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত ৫ মাস ধরে শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ। বুধবার তাঁর চোখের অপারেশন হয়েছে। সেকারণে এদিন মামলার শুনানিতে হাসপাতালের বেডে শয্যাশায়ী অবস্থায় চোখে কালো চশমা পড়ে হাজিরা দেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেছেন, সিবিআইয়ের তরফে পেশ করা তালিকায় প্রথমে তাঁর মক্কেলের নাম ছিল না। পরে সেখানে তাঁর নাম চলে আসে। এই প্রসঙ্গে সিবিআইয়ের ভূমিকাকে গুরুত্বহীন বলে দাবি করেছেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে মুক্তি চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমি কিছু করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। জেলের অন্ধকারে আমি থাকতে পারছি না।’ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

    এদিন নির্দোষ বলে দাবি করেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও কন্যা অঙ্কিতা অধিকারীও। এই দাবি করে তাঁরা আদালতের কাছে মামলায় মুক্তির দাবি করেছেন। পরেশ অধিকারী বলেছেন, তাঁর মেয়ে স্বচ্ছভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন। তাঁদেরকে মামলা থেকে মুক্তি দেওয়া হোক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)