লাগাতার বৃষ্টিতে ভূমিধস সিকিমে, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ৪, আহত ১
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বৃহস্পতিবার গভীর রাতে ভূমিধস। প্রাণ গেলে চারজনের। তাঁদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত ১। খবর পেয়েই দুর্যোগের রাতেই উদ্ধারকার্যে নামে এসএসবির জওয়ান ও স্থানীয় প্রশাসন। সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বিপর্যয় ঘটেছে ইয়াংথাং বিধানসভা এলাকার অন্তর্গত আপার রিম্বি গ্রামে। ঘটনায় আতঙ্ক স্থানীয়দের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, ধসে প্রাণ গিয়েছে ভীমপ্রসাদ লিম্বু (৫৩), অনিতা লিম্বু (৪৬), বিমল রায় (৫০), অঞ্জলি রায়(৭)। মৃতরা একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার গভীর রাতের ধসে আপার রিম্বি গ্রামের একটি বাড়ি ধসে যায়। ধসে চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। নদীতে তলিয়ে যান দুইজন। খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় উদ্ধারকারী দল। স্থানীয়দের সাহায্যে বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা নদীতে গাছের গুঁড়ি ফেলে দুই মহিলাকে উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু একজনের। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
খবর পেয়ে রাত দু’টো নাগাদ ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ভীম হাং লিম্বু। তিনি নিজে উদ্ধার অভিযানের তদারকি করেন। গ্যাজিং জেলার পুলিশ সুপার ছেরিং শেরপা জানান, “লাগাতার বৃষ্টি ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা বাধাপ্রাপ্ত হয়। তবুও স্থানীয় মানুষ ও একাধিক সংস্থার সমন্বয়ে আমরা উদ্ধারকার্য চালিয়েছি। অনেকের প্রাণ বাঁচানো গিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি।”