• সুপ্রিম কোর্টে ধাক্কা অয়ন শীলের, পুর দুর্নীতি মামলায় খারিজ জামিনের আর্জি
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা। পুর দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করল বিচারপতি নরসিমহা ও বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চ। পাশাপাশি আদালতের পরামর্শে জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন অয়নের আইনজীবী।

    শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম উঠে আসে প্রোমোটার অয়ন শীলের নাম। এরপর তাঁর বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশির সময় পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হয় বলে জানায় তারা। তারপর অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। ২০২৪ সালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় অয়নকে। পরবর্তীতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়ায় তাঁর। ইডি ও সিবিআই, উভয়ের হাতেই গ্রেপ্তার হন অয়ন। ইতিমধ্যেই দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই থাকতে হচ্ছে তাঁকে। গত মার্চে জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েও লাভ না হওয়ায় সুপ্রিম কোর্টে যান অয়ন।

    এদিন শীর্ষ আদালতে অয়নের আইনজীবী মিশা রোহতগি আদালতে বলেন, “অয়ন ২০২৪ সালের এপ্রিল থেকে জেলে। ১৭টি পুরসভা নিয়ে প্রশ্ন থাকলেও এখনও পর্যন্ত মাত্র একটি পুর নিয়োগ মামলায় চার্জশিট ফাইল হয়েছে। সিবিআই বলছে এখনও তদন্ত চলছে। কবে তদন্ত শেষ হবে তার কোনও ঠিক ঠিকানা নেই। দয়া করে আমার মক্কেলকে জামিন দিন।” পালটা সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য, “খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত। ১৬টি পুরসভার তদন্ত শেষ। বেশ কিছু ওএমআর শিট নকল করা হয়েছে। যাঁরা সেই কাজগুলো করেছে তাঁদের খোঁজে রয়েছে সিবিআই।” এরপরই বিচারপতিরা প্রশ্ন করেন, “এই অয়ন শীলই হাজার হাজার শিক্ষকের চাকরি যাওয়া এসএসসির ওএমআর শিট জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা?” সরাসরি উত্তর না দিয়ে মিশা বলেন, “সেই মামলার অন‍্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ‍্যায় জামিন পেয়েছেন।” এরপরই তাঁর প্রশ্ন, তাহলে অয়ন কেন জামিন পেতে পারেন না? যদিও অয়ন শীলের জামিন মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন অয়নের আইনজীবী।
  • Link to this news (প্রতিদিন)