• ৬ সপ্তাহের মধ্যেই নিয়োগ! ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের মামলায় বড় রায় শীর্ষ আদালতের
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: ডিএলএড প্রশিক্ষণরতদের প্রাথমিকে নিয়োগের রায় কার্যকর করতে হবে ৬ সপ্তাহের মধ্যে। রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ৪ এপ্রিল শীর্ষ আদালত নির্দেশ দেয়, ২২০০ শূন্যপদে টেট উত্তীর্ণ ডিএলইডি প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে। অভিযোগ সেই রায় এখনও কার্যকর হয়নি।

    আসলে ২০২২ সালে প্রাথমিকে ১১ হাজারের কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সেসময় ডিএলএড প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের নিয়োগের পরও ২২০০ শূন্যপদ থেকে যায়। সেই শূন্যপদে প্রশিক্ষণরতদের নিয়োগ করা যেতে পারে। রায় দেন কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে ডিভিশন বেঞ্চে সেই রায় খারিজ হয়ে যায়। প্রশিক্ষণরতরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

    পাঁচ মাস আগে আদালত জানিয়েছিল সেই সময় বাকি থেকে যাওয়া ২২০০ শূন্যপদে টেট উত্তীর্ণ ডিএলইডি প্রশিক্ষণরতদেরও নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু এতদিন বাদেও সেই রায় কার্যকর না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি পি নরসিমহা ও বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চকে বোর্ডের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু করা হবে। আদালত বলে, আলোচনা করার কথা যখন বোর্ড বলছে, তখন এই আবেদনের কোনও মানে হয় না।

    সেসময় প্রশিক্ষণরত প্রার্থীদের এক অংশের আইনজীবী এস পার্দিওয়ালা, ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়ার আবেদন করেন। প্রার্থীদের আর এক পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, ছ’সপ্তাহ বাদে ওদের আলোচনার পর আবার আমাদের আদালতে আসতে হবে? সেটার জবাবে আদালত বলে, “শুধু আলোচনা নয়, ৬ সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে।”
  • Link to this news (প্রতিদিন)