• দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ‘খুন’, বন্ধুর ছুরির ঘায়ে মৃত্যু স্কুলপড়ুয়ার
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: দুই ছাত্রের মধ্যে বচসা, তর্কাতর্কি। পরিস্থিতি উত্তপ্ত হতেই মারধর। তারই মাঝে ছুরি হাতে এক ছাত্রের উপর হামলার অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু পড়ুয়ার। শুক্রবার দুপুরের এই ঘটনায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তুমুল হইচই। কীভাবে মেট্রো স্টেশনে ছুরি হাতে ঢুকল পড়ুয়া, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।  

    মৃত পড়ুয়া মনোজিৎ যাদব, বরানগরের বাসিন্দা। বছর সতেরোর মনোজিৎ বাগবাজার হাইস্কুলের পড়ুয়া। জানা গিয়েছে, প্রতিদিন বন্ধুবান্ধবদের সঙ্গে মেট্রো চড়ে বাড়ি ফিরত সে। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। ফেরার পথে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে বচসা বাঁধে। তার মাঝে ছুরি হাতে আরেক বন্ধু হামলা চালায়। শেষমেশ মৃত্যু হয় পড়ুয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে চার-পাঁচজন পড়ুয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল। প্রথমে তর্কাতর্কি শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে এক যুবক আরেকজনের উপর ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বন্ধুবান্ধদের দলে থাকা অন্যান্যরা মেট্রো স্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় পড়ুয়াকে উদ্ধার করা হয়। আহতকে তারা হাসপাতালে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় স্কুলপড়ুয়ার।

    ঘটনাস্থল ঘিরে রেখেছে আরপিএফ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাতায়াতকারীরা। স্বাভাবিকভাবেই মেট্রোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, কলকাতা মেট্রোয় ব্লু লাইন সবচেয়ে পুরনো। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর স্টেশনে প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। সম্প্রতি এই স্টেশনগুলির যাত্রী পরিষেবা নিয়ে ভুরি ভুরি প্রশ্ন উঠছে। তার মাঝে বন্ধুর উপর ছুরি হাতে হামলার ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি মেট্রো স্টেশনে ব্যাগ পরীক্ষার বন্দোবস্ত রয়েছে। তা সত্ত্বেও কীভাবে এক পড়ুয়া ছুরি হাতে মেট্রো স্টেশনে ঢুকল, তা এখনও স্পষ্ট নয়। বলে রাখা ভালো, এই ঘটনার ফলে মেট্রো পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।
  • Link to this news (প্রতিদিন)