পুজোর আগে বিহার থেকে কলকাতাগামী বাসে টাকার পাহাড়! বর্ধমান পুলিশের হাতে ধৃত ৩
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
অর্ক দে, বর্ধমান: পুজোর মুখে কলকাতায় ঢুকছিল বিপুল অঙ্কের টাকা! গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বিহার থেকে কলকাতাগামী ওই বাস থেকে পাওয়া গিল দুই ব্যাগ ভর্তি টাকা। বর্ধমানের পালসিট টোলপ্লাজায় ওই বাসটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল মোট ৭২ লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। কোথা থেকে ওই টাকা নিয়ে আসা হচ্ছিল? সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে বর্ধমান পুলিশ।
বর্ধমান পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গতকাল, বৃহস্পতিবার গভীর রাতের। বিহারের ভাগলপুর থেকে কলকাতা আসছিল একটি যাত্রীবাহী বাস। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের উপর পালসিট টোলপ্লাজায় বাসটি থেমেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ ওই বাসে হানা দেয়। তল্লাশি চালাতেই দুটি ব্যাগ উদ্ধার হয়। সেগুলি খুলতেই বিপুল অঙ্কের টাকা বেরিয়ে পড়ে। ওই টাকা কোথা থেকে আনা হচ্ছিল? টাকার মালিক কে? অত টাকা নিয়ে যাওয়ার জন্য বৈধ নথি কী আছে? সেই প্রশ্ন করেন তদন্তকারীরা। কিন্তু কোনও সঠিক উত্তরই পাওয়া যায়নি।
এরপরই বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে নবীনকুমার সিং ও বাবলু দাস বাসের চালক, কৃষ্ণ দাস খালাসি এবং শম্ভুনাথ বার্মা নামে এক যাত্রী। ধৃতদের বাড়ি বিহারের ভাগলপুর ও বাঁকা জেলায়। পরে টাকা গোনার মেশিন দিয়ে ওই বিপুল অঙ্কের টাকা গোনা হয়। দেখা যায় মোট ৭২ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। প্রত্যকেই ৫০০ টাকার নোট। পুজোর মুখে এত বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? কার কাছে পৌঁছনোর কথা ছিল ওই টাকা? সেই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ।