নলহাটির বাহাদুরপুর এলাকায় ওই পাথরখাদান রয়েছে। এদিন সকালে শ্রমিকরা ওই পাথরখাদানে কাজ করতে নেমেছিলেন। শ্রমিকরা পাথর কাটার কাজ করছিলেন। দুপুরে হুড়মুড়িয়ে উপর থেকে খাদানের মাটি ধসে পড়ে। ওই ধসের নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। আতঙ্ক ছড়ায় অন্যদের মধ্যে। খবর যায় নলহাটি থানার পুলিশের কাছে। দ্রুত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।
একে একে মাটি চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় জখম হয়েছেন চার শ্রমিক। তাঁদের দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। ওই পাথরখাদানের মধ্যে কি আরও শ্রমিক মাটি চাপা পড়ে আছে? পাথর, মাটি সরিয়ে সেই বিষয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বর্ষায় ভারী বৃষ্টির ফলে পাথরখাদানগুলির অনেকগুলিতেই জল জমেছিল। এলাকার মাটিও নরম হয়ে রয়েছে বলে খবর। এদিন বাহাদুরপুরের ওই খাদানে শ্রমিকরা কাজে নেমেছিলেন। কাজ চলার সময় ওই খাদানের একাংশের মাটি ধসে পড়ে শ্রমিকদের উপর। সঠিক নিরাপত্তাকবচ নিয়ে কি শ্রমিকরা খাদানে কাজে নেমেছিলেন? সেই প্রশ্ন উঠেছে। মৃত্যুর খবর ছটিয়ে পড়তেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ, আতঙ্ক ছড়িয়েছে। মৃতের পরিবারগুলিকে দুঃসংবাদ জানানো হয়েছে। কান্নার রোল উঠেছে পরিবারগুলিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খাদানের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।