• অস্ত্র, কার্তুজ-সহ এন্টালিতে গ্রেপ্তার ২ দুষ্কৃতী, আনন্দপুরের হামলায় যুক্ত? তদন্তে পুলিশ
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: অস্ত্র-সহ গ্রেপ্তার করা হল দুই দুষ্কৃতীকে। মধ্য কলকাতার এন্টালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুই ব্যক্তির সঙ্গে গুলশন কলোনির হামলার কি কোনও যোগাযোগ রয়েছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    বৃহস্পতিবার গভীর রাতে এন্টানি থানা এলাকার  ক্যানাল রোড ও কনভেন্ট রোডের সংযোগস্থলে দুই ব্যক্তিকে যেতে দেখা গিয়েছিল। তখন রাত প্রায় তিনটে। গভীর রাতে দু’জনকে যেতে দেখে টহলদারি পুলিশ কর্মীদের সন্দেহ হয়। দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয়। তল্লাশি চালাতেই তাঁদের থেকে বেরিয়ে পড়ে একটি একনলা দেশি বন্দুক ও দুটি কার্তুজ। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়।

    ধৃতদের নাম আহমেদ হোসেন ওরফে মহম্মদ মধু ও রাজা খান। রাজা তপসিয়া রোড এলাকার বাসিন্দা। অন্যদিকে, আহমেদ হোসেন আনন্দপুরে গুলশন কলোনির বাসিন্দা। অস্ত্র আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আনন্দপুরের গুলশন কলোনিতে বৃহস্পতিবার রাতে তুমুল অশান্তি দেখা দিয়েছিল। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলেছে গুলি চলে অভিযোগ। দু’জনের জখম হওয়ার কথাও জানা গিয়েছিল। আহমেহ গুলশন কলোনিরই বাসিন্দা। এই দুই ব্যক্তি কি কোনওভাবে গতকালের সংঘর্ষের সঙ্গে জড়িত? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ সেই বিষয়টি খতিয়ে দেখছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলশন কলোনির এক কারখানাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের। অভিযোগ, বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। অভিযোগ, এরপরই সংঘর্ষ বেঁধে যায়। চলে গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ অন্তত তিন রাউন্ড গুলি চলেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনারও তদন্ত চলছে।
  • Link to this news (প্রতিদিন)