• বলি অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে চলল গুলি, নেপথ্যে গ্যাংস্টার?
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে চলল গুলি। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর উত্তরপ্রদেশের বরেলির বাড়ির সামনে গুলি চলে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশের দাবি, গভীর রাতে কিছু অজ্ঞাতপরিচয় আততায়ী অভিনেত্রীর বাড়ির সামনে তিন থেকে চার রাউন্ড গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। কারা এই গুলি চালাল, কেন চালাল তা এখনও জানা যায়নি।

    আততায়ীদের খুঁজে বের করার জন্য জায়গায় জায়গায় অনুসন্ধান অভিযান শুরু করেছে পুলিশ। এর জন্য পুলিশের পক্ষ থেকে পাঁচটি আলাদা দল গঠন করা হয়েছে। দিশা পাটানির বাড়ির বাইরে নিরাপত্তা আরও শক্তিশালী করেছে পুলিশ।

    এর মধ্যে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে গ্যাংস্টার রোহিত গোদারাকে বলি অভিনেত্রীর বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করতে দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই পোস্টটির সত্যতা যাচাই করা যায়নি। পোস্টটি তদন্ত করছে বরেলি পুলিশ।

  • Link to this news (এই সময়)