আবারও জোর তোড়জোড়! মাতা বৈষ্ণো দেবীর পবিত্র গুহা মন্দিরে যাত্রা শুরু হচ্ছে আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে...
আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের নামকরা বৈষ্ণো দেবীর মন্দির। এটি রেয়াসি জেলায় অবস্থিত৷ খবর অনুযায়ী, মাতা বৈষ্ণো দেবীর পবিত্র গুহা মন্দিরে তীর্থযাত্রা আগামী রবিবার, অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হতে চলেছে। শুক্রবার, ১২ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জারি করেছে শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড (SMVDB)।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২৬ শে আগস্ট আদকুওয়ারিতে একটি ধসের কারণে যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ওই দুর্ঘটনায় ৩৪ জন প্রাণ হারান এবং আরও ২০ জন গুরুতর আহত হন। তার পরবর্তী প্রায় ১৯ দিন ধরে যাত্রা বন্ধ রাখা হয়। বোর্ড জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে রবিবার থেকে আবার যাত্রা শুরু হবে।
ধসের ফলে ট্র্যাকের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আবহাওয়াও অত্যন্ত খারাপ ছিল। ফলে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল। ক্ষতিগ্রস্ত রাস্তা ও কাঠামোগত স্থপতিগুলোর মেরামতের কাজ বর্তমানে প্রায় সম্পূর্ণ।
শ্রাইন বোর্ড এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে জানিয়েছে, 'জয় মাতা দি! বৈষ্ণো দেবী যাত্রা ১৪ই সেপ্টেম্বর (রবিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে, তবে এটি আবহাওয়ার ওপর নির্ভর করবে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য www.maavaishnodevi.org-তে চোখ রাখুন।'
বোর্ড আরও জানিয়েছে, এক্ষেত্রে তীর্থযাত্রীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, নির্ধারিত পথ ব্যবহার করতে হবে এবং কর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে। স্বচ্ছতা ও ট্র্যাকিং-এর সুবিধার্থে আরএফআইডি (RFID) ভিত্তিক ট্র্যাকিং বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি যাত্রা সম্পর্কিত লাইভ আপডেট, বুকিং পরিষেবা ও সহায়তার জন্য ভক্তদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখে চলার অনুরোধ জানানো হয়েছে।
শ্রাইন বোর্ড সকল ভক্তদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খবর অনুযায়ী, কোভিড-১৯ - এর সময়ের পর থেকে এই যাত্রা সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য স্থগিত ছিল। ২৬শে আগস্ট বিকাল ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টির জেরে আদকুওয়ারির ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভয়াবহ ধস নামে। এটি কাটরা থেকে তীর্থস্থল পর্যন্ত প্রায় ১২ কিমি দীর্ঘ যাত্রাপথের মাঝামাঝি একটি অংশ।
দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন যাত্রা আগেই বন্ধ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, যিনি একইসঙ্গে বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের চেয়ারম্যানও, বলেছেন যে আচমকা এই দুর্যোগের আগে যাত্রা বন্ধ করা হয়েছিল।
ভারতের অন্যতম নামকরা হিন্দু তীর্থস্থান মাতা বৈষ্ণো দেবীর গুহা মন্দির জম্মু ও কাশ্মীরের ত্রিকূট পর্বতের ওপর অবস্থিত। এটি দেবী মায়ের এক রূপ। মাতা বৈষ্ণো দেবীকে উৎসর্গ করে হাজার হাজার তীর্থযাত্রী সেখানে যান। কাটরা থেকে গুহা মন্দির পর্যন্ত যাত্রাপথ প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ। পায়ে হেঁটেই এই যাত্রা সম্পন্ন করেন অনেকে। তীর্থযাত্রা পুনরায় শুরু হওয়ায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। একইসঙ্গে আশা করা হচ্ছে, অনুকূল আবহাওয়া থাকলে আগামী দিনগুলোতে যাত্রা নির্বিঘ্নে চলবে।