বীরভূমে ভয়াবহ দুর্ঘটনা, পাথর খাদানে চাপা পড়ে মৃত্যু ছয় শ্রমিকের ...
আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা। খাদানের মধ্যে ধস নেমে পাথর চাপা পড়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। আহত হয়েছেন আরও চার খাদান শ্রমিক। উদ্ধার করে তাঁদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাহাদুরপুর পাথর খাদানে।
জানা গিয়েছে, এদিন দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন খাদান শ্রমিকরা। সেইসময় হঠাৎ খাদানের একাংশে ধস নামে। সেই ধসে চাপা পড়ে যান কর্মরত ৯ জন শ্রমিক। এই খবর পেয়ে খাদানের অন্য অংশে কর্মরত শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকেই পাঁচ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়। চার জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে আর কোনও শ্রমিক চাপা পড়ে আছে কিনা সেই বিষয়টি নিয়েও তল্লাশি চলছে।
এই ঘটনার পর প্রশ্ন উঠেছে খাদান শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। স্থানীয় একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বর্ষায় বৃষ্টির জল ঢুকে খাদানের মাটি নরম হয়ে গিয়েছে। ফলে কাজ চলাকালীন মাটিতে হঠাৎ ধস নামে। সেইসঙ্গে প্রশ্নও উঠেছে কাজ চলাকালীন শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কতটা নেওয়া হয়েছিল? পাথর খাদানে দিনে দু'বার ব্লাস্ট হয়। একটি হয় একদম সকালের দিকে। অন্যটি দুপুরের দিকে। একটা থেকে দেড়টার মধ্যে। কিন্তু এই দুর্ঘটনা বাস্ট-এর জন্য হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে একটি সূত্র জানায়, যখন সরানোর কাজ চলছিল তখন পাথর উপর থেকে শ্রমিকদের গায়ের উপর এসে পড়ে। ভারী পাথরের তলায় চাপা পড়েন ঘটনাস্থলে কর্মরত শ্রমিকরা।
বিকট আওয়াজে কেঁপে ওঠে খাদান। আওয়াজ শুনে ঘটনাস্থলে চলে আসেন অন্যান্য খাদানের কর্মরত শ্রমিকরা। তাঁরা এসে উদ্ধারের কাজে হাত লাগান। কিন্তু ভারী পাথর সরিয়ে শ্রমিকদের বের করে নিয়ে আসতে কিছুটা সময় চলে যায়। ততক্ষণে অন্যান্য লোকজন চলে আসেন এবং তাঁরাও উদ্ধারের কাজে হাত লাগান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ এবং আহত ৫। অন্যদিকে ঘটনার খবর পাওয়ার পরেই মৃত শ্রমিক পরিবারগুলিতে উঠেছে কান্নার রোল। আহতদের পরিজনরা প্রিয়জনদের খবর নিতে ভিড় করেছেন হাসপাতালে। উৎকন্ঠা নিয়ে তাঁরা জানতে চাইছেন তাঁদের পরিজনদের খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁরা কথা বলছেন আহত ও নিহতদের পরিজনদের সঙ্গে। সেই সঙ্গে যে খাদানটিতে দুর্ঘটনা ঘটেছে সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাঁকেও জিজ্ঞাসা করা হবে বলে জানা গিয়েছে।