দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরির কোপে ছাত্র খুন, প্ল্যাটফর্ম জুড়ে চাপ চাপ রক্ত ...
আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এ যেন সিনেমাকেও হার মানিয়ে দেবে। শুক্রবার প্রকাশ্য দিবালোকে মেট্রো স্টেশনে ছুরির আঘাতে খুন হল এক কিশোর। মৃত মনোজিৎ যাদব (১৭) ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বরানগর এলাকার এসপি ব্যানার্জি রোডের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিযুক্ত নিজেও একজন কিশোর বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রণয়ঘটিত একটি বিষয়কে ঘিরে এই ঘটনা ঘটেছে। এদিন দুপুরে দু'জনেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসেছিল। স্টেশনের ভিতরেই তাদের মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন আচমকাই একজন আরেকজনের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ছুরির আঘাতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে মনোজিৎ। সেইসময় স্টেশনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায় বলে জানা যায়। যদিও বারাকপুর পুলিশ কমিশনারেটের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তকে ধরার পরই আসল কারণ জানা যাবে।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। যাত্রীদের প্রশ্ন, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল অথচ সেটা ঠেকানো গেল না! তাঁদের প্রশ্ন, ভবিষ্যতে তো স্টেশনের মধ্যে অনেক কিছু ঘটতে পারে! তার দায় কে নেবে? যদিও ঘটনাটা ঠিক কী হয়েছিল তা জানতে মেট্রো রেলের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
জানা গিয়েছে, এদিন দুপুর আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটে। দু'দল পড়ুয়া মেট্রো করে এসে দক্ষিণেশ্বর স্টেশনে নামে। স্টেশন থেকে তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন আচমকাই তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এরপরেই শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, ধাক্কাধাক্কি চলাকালীন একজন পড়ুয়া হঠাৎ করে ছুরি বের করে তার এক সঙ্গীকে আক্রমণ করে। মুহুর্তেই স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ে চাপ চাপ রক্ত।
আহত ওই পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জায়গাটি ঘিরে দেয় এবং মেট্রোর থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে নেয় ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে।
এই ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা প্রশ্ন তুলেছেন যেখানে মেট্রো স্টেশনগুলিতে ব্যাগ বা লাগেজ চেক করে প্ল্যাটফর্মে ঢোকানো হয় সেখানে একজন কীভাবে ছুরি নিয়ে চলে এল। অনেকেই প্রশ্ন তুলেছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যে আবার ঘটবে না তার কী নিশ্চয়তা আছে? এমনিতেই মেট্রো পরিষেবা আগের তুলনায় এখন অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। সেখানে বাড়তি মানুষের চাপ ইতিমধ্যে অনুভব করছে রেল কর্মীরা। তার মধ্যে যদি ভরা স্টেশনে এমন ঘটনা হয় সেখানে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে। মেট্রোতে এর আগেও বহুবার আত্মহত্যার মতো ঘটনা হয়েছে। প্রায় প্রতিটি স্টেশনে গেট বসিয়ে সেখানে খানিকটা সামাল দিয়েছে মেট্রো। তবে হঠাৎ করে ঘটা এমন খুনের ঘটনাকে এবার কীভাবে সামাল দেবে মেট্রো সেটাই দেখার।
যদিও এই ঘটনার পর মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর স্টেশনের 'নন টিকেটিং এরিয়া'য় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একটি ছুরি মারার অভিযোগ উঠেছে। মেট্রো কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং পুলিশের তরফে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, মেট্রোয় সফরের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।