• নভেম্বরে মেট্রোর কাজের জন্য দু’‌ধাপে ট্রাফিক ব্লক নেওয়া হবে চিংড়িঘাটায়, যানজট সামলানোর জন্য শনিবার মহড়া সেরে নেওয়ার পরিকল্পনা...
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নভেম্বরে শুরু হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ। সেই কাজ শুরু হলে ওই ব্যস্ত রাস্তায় কীভাবে যান চলাচল সচল রাখা হবে, তার একটা প্রস্তুতি এখনই সেরে রাখতে চাইছে কলকাতা পুলিশ। শনিবার মধ্যরাতে সেই মহড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে হবে কলকাতা পুলিশ সূত্রে খবর। 

    জানা গেছে, মেট্রোর ভায়াডাক্ট তৈরির জন্য আগামী ১৪–১৬ নভেম্বর এবং ২১–২৩ নভেম্বর এই দু’টি পর্যায়ে চিংড়িঘাটায় ‘ট্রাফিক ব্লক’ নেওয়া হবে। প্রাথমিক ভাবে তার জন্য দু’দিন মহড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রবিবার ওই এলাকায় এতটাই ব্যস্ততা থাকে যে শেষমেশ এক দিনের জন্য এই মহড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর সেই মহড়াটি হবে শনিবার মধ্যরাতে। 

    এই মহড়ার মাধ্যমেই দেখে নেওয়া হবে কী ভাবে ভবিষ্যতে দীর্ঘ সময়ের ‘ট্রাফিক ব্লক’ সামলানো যায় এবং মূল কাজের সময় গাড়ির চাপ অন্য পথে সরানো সম্ভব হয়।

    রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) সূত্রে খবর, এই মহড়ার মূল হল ভায়াডাক্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন কার্যকর হয় তা যাচাই করে নেওয়া। এটা ঘটনা চিংড়িঘাটা ক্রসিংয়ে প্রতিদিন সন্ধে থেকে বিশাল যানজট তৈরি হয়। তার ওপর মেট্রোর কাজ শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা। তাই আগে ভাগে রাতের পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, প্রাথমিক মহড়ার অভিজ্ঞতার উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

    ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এই মহড়ার জন্য মেট্রো কর্তৃপক্ষ সহযোগিতা করতে রাজি হয়েছেন। যেমন মাঝেরপাড়ায় একটি ট্রাফিক পোস্টের কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার সেটি তৈরি করে ফেলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দু’পাশে এই মহড়া হবে দু’ঘন্টার জন্য। উত্তরে ভেড়ির দিকের রাস্তা শনিবার মধ্যরাত থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। সেই সময় মাঝেরপাড়ার দিকে যাওয়ার জন্য চিংড়িঘাটা উড়ালপুলের বাঁ দিকে ভেড়ির কাছে মেট্রো যে নতুন রাস্তা তৈরি করেছে, সেই রাস্তা ব্যবহার করতে হবে। নতুন রাস্তা ধরেই সেই সময় যান চলাচল করবে।

    পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দক্ষিণগামী রাস্তা রাত ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। এই পথে চিংড়িঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত ব্লক নেওয়া হবে। সেই সময় একটু ডান দিক ঘেঁষে উত্তরমুখী রাস্তা ধরে কিছুটা এগিয়ে আবার চিংড়িঘাটা উড়ালপুল যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আবার স্বাভাবিক পথ ধরে এগিয়ে যেতে পারবে গাড়িগুলি। সেই সময় মাঝেরপাড়া ট্রাফিক সিগন্যালের সঙ্গে বাইপাসে চিংড়িঘাটা সিগন্যালের মধ্য সামঞ্জস্য রেখে যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে। এখন দেখার পরিকল্পনা কতদূর সফল হয়।

     
  • Link to this news (আজকাল)