• মায়ানমারের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কো কো উ'র পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর সফর...
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-মায়ানমার সামরিক সম্পর্ক জোরদার করতে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মায়ানমার সেনাবাহিনীর বিএসও-১ কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল কো কো উ চার সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ১২ সেপ্টেম্বর কলকাতার বিজয় দুর্গে অবস্থিত সদর দপ্তরে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দর তিওয়ারি-র সঙ্গে সাক্ষাৎ করেন।

    ভারত-মায়ানমারের সপ্তম আর্মি টু আর্মি স্টাফ টকস (AAST)-এর অন্তর্ভুক্ত। সফরকালে জেনারেল কো কো উ নয়াদিল্লি, আগ্রা ও গয়া পরিদর্শন করেন।

    বৈঠকে দুই দেশের সেনা কর্মকর্তারা প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করাকে কেন্দ্র করে আলোচনা হয়। জেনারেল কো কো উ ভারতীয় সেনাদের “দৃরতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব”-এর ভূয়সী প্রশংসা করেন।

    ভারতীয় সেনাবাহিনী মায়ানমার সেনাদের ডিজিটাল প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করছে, যাতে তাদের সংগঠনের তথ্য ব্যবস্থাপনা আরও উন্নত হয়। পাশাপাশি, ভারত মায়ানমারের প্রতিরক্ষা পরিকাঠামো আধুনিকীকরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর সহযোগিতা জোরদার করতে কাজ করছে।

    এই সফর দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা মায়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে দৃঢ় করতে বদ্ধপরিকর এবং এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।

    বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, এমন পরিস্থিতিতে ভারত-মায়ানমার সামরিক সহযোগিতা শুধু দুই দেশের নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে, মায়ানমারের সঙ্গে ভারতের এই প্রতিরক্ষা সহযোগিতা উত্তর-পূর্ব ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করবে, পাশাপাশি সীমান্ত অঞ্চলে চলতে থাকা বিদ্রোহ দমন এবং মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে সহায়ক হবে। ফলে এই সফরকে শুধুমাত্র প্রতীকী নয়, বরং কার্যকরী দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)