• নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে চার বছরের শিশুর মৃত্যু
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে বৃষ্টির জমা জলে পড়ে গিয়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু। আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ আলিপুরদুয়ার রেল জংশন সংলগ্ন মাঝেরডাবরী চা বাগানের বড় লাইনে দুর্ঘটনাটি ঘটে। বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর বলেন, ওই শিশুটির নাম মিত ওঁরাও। বাবা চরকু ওঁরাও অসমে কর্মরত। মা বাগানের শ্রমিক। এদিন শিশুটিকে বাড়িতে তার ঠাকুরদার কাছে রেখে মা বাগানের কাজে গিয়েছিলেন। সেই সময় বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাংকের পাশেই খেলছিল শিশুটি। এরপর সে কখন ট্যাংকের জমা জলে পড়ে গিয়েছিল তা কেউই টের পায়নি। পরে ঠাকুরদা শিশুটিকে সেখানে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে গর্ত থেকে তোলেন। এরপর পেটে চাপ দিয়ে জল বের করার চেষ্টাও করেন। তবে সুস্থ না হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় বাগানের শ্রমিকদের মধ্যে শোকের ছায়া।
  • Link to this news (বর্তমান)