• জয়গাঁয় বাস থেকে মানুষের হাড়গোড় ভর্তি ব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: জয়গাঁ থেকে ভুটানে মানুষের হাড়গোড় পাচারের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের নাম রাকেশ প্রসাদ ও বিশাল কুমার শাহ। একজন জয়গাঁ এবং অন্যজন হাসিমারার বাসিন্দা। আজ, শুক্রবার জয়গাঁর ভানুভক্তটোল মোড়ে নাকা চেকিংয়ের সময় একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় হাড়গোড় ভর্তি একটি ব্যাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতেরা জানিয়েছে, তারা উত্তরপ্রদেশের একটি শ্মশান থেকে মানুষের ওই হাড়গোড়গুলি কুড়িয়ে এনেছিল। ভুটানে তন্ত্রবিদ্যায় মানুষের হাড়গোড় ব্যবহার করা হয়। ফলে সেদেশে এই ধরণের সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। এমনকী ভুটানে বন্যপ্রাণীর দেহাংশও পাচার করা হয়ে থাকে বলে অভিযোগ। অন্যদিকে, জয়গাঁ থানার আইসি পালজোর শেরিং ভুটিয়া বলেন, আজ ধৃত দুই যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানার চেষ্টা করা হচ্ছে এর সঙ্গে আন্তর্জাতিক কোন পাচারচক্রের যোগসাজশ রয়েছে কী না।
  • Link to this news (বর্তমান)