সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানে সমস্যা গুজরাতে। এবার স্পাইসজেট। গুজরাটের কাণ্ডলা থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়তেই ঘটে গেল বিপত্তি। খুলে গেল বিমানের চাকা। এটিসির সঙ্গে যোগাযোগ করে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করলেন পাইলট।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গুজরাতের কাণ্ডলা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেয় স্পাইসজেটের বিমান। দুপুর ২টো ৩৯ মিনিটে বিমানবন্দরের মাটি ছাড়ার ঠিক পরেই খুলে যায় বিমানের সামনের চাকা। বিমানে বসা এক যাত্রী দেখতে পান সেই ঘটনা। বিমানবন্দরের এটিসি-ও এই ঘটনা লক্ষ্য করে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি পরীক্ষা করে চাকার বিষয়ে নিশ্চিত হন। তৎক্ষণাৎ বিমানকর্মীদের জানানো হয় এই ঘটনা।
জানা গিয়েছে, সাময়িকভাবে বিমানে এমারজেন্সি ঘোষণা করা হয়। বিমানকর্মীদের তরফ থেকে মুম্বই বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের আর্জি জানানো হয়। এরপরে দুপুর ৩টে ৫১ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে নামে বিমানটি। ঘটনার পর বিমানের যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের আর একটি বিমানে টেলপাইপে আগুন লাগার ঘটনা ঘটে বৃহস্পতিবার। জানা গিয়েছে, বোয়িং ৭৩৭-৮, ফ্লাইট এসজি০৪১ বিমানটি প্রায় সাত ঘণ্টা দেরিতে বিকেল ৩টে নাগাদ দিল্লি থেকে টেক অফ করে এবং বিকেল ৫টা নাগাদ কাঠমান্ডুতে নামে।