বাজার থেকে বাবার হাত ধরে আর ফেরা হল না! স্বরূপনগরে কিশোরকে পিষে দিল বেপরোয়া ট্রাক
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
গোবিন্দ রায়, বসিরহাট: বাবার সঙ্গে বাজারে হালখাতা করতে গিয়েছিল বছর বারোর কিশোর। কিন্তু আর তার বাড়ি ফেরা হল না। ট্রাকের চাকা পিষে দিল ছোট্ট শরীরকে। রাস্তায় বাবার সামনেই রক্তাক্ত হয়ে পড়ে থাকল ছেলের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে। মৃত কিশোরের নাম আশিক বিল্লাহ ঢালি। স্থানীয়রা রাস্তার উপরেই ওই মৃতদেহ রেখে অবরোধ করেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগর থানার সংগ্রামপুর তেতুলিয়া রোডের গোল্লা মোড় এলাকার বাসিন্দা ওই কিশোর। আজ, শুক্রবার আশিক বাবার সঙ্গে স্থানীয় বাজারের একটি দোকানে হালখাতা করতে গিয়েছিল। পরে বাবা-ছেলে রাস্তার ধার দিয়ে বাড়ি ফিরছিল। সেসময় ঘোজাডাঙা সীমান্ত থেকে স্বরূপনগরের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক। ছেলেকে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলতে পারেনি বাবা।
ট্রাকের চাকা পিষে দেয় কিশোরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা ছুটে যায় ঘটনাস্থলে। ক্রমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃতদেহ রাস্তাতেই আটকে শুরু হয় অবরোধ। প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার দুপুরে স্বরূপনগরের দত্তপাড়া উচু পোলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী পথ দুর্ঘটনায় মারা যায়। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এই দুর্ঘটনায় মৃত্যু! ফলে প্রবল ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। বেশ কিছু সময় মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ, অবরোধ চলে। স্বরূপনগর থানার পুলিশ এসে পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রশাসন বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করুক। আরও একবার সেই দাবি উঠেছে। ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।