• দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুলছাত্র ‘খুনে’ গ্রেপ্তার মূল অভিযুক্ত
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। একাদশ শ্রেণির পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের পরই গা ঢাকা দেয় সে। যদিও শেষরক্ষা হয়নি। মাত্র কয়েকঘণ্টা মধ্যেই তাকে গ্রেপ্তার করল পুলিশ।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বরানগরের আলমবাজার এলাকার এসপি ব্যানার্জী রোডের বাসিন্দা মনোজিৎ বাগবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কলা বিভাগের পড়ুয়া। অন্যান্য দিনের মত এদিন সকালেও সে আনুমানিক সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়ে সহপাঠীদের সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা শেষে স্কুলের বাইরে বেরিয়ে আগরপাড়ার বাসিন্দা একই ক্লাসের পড়ুয়ার সঙ্গে তাঁর বচসা হয়। শ্যামবাজার স্টেশনে মেট্রো ধরার আগেও তাদের মধ্যে অশান্তি হয়। তারপর বিবাদ বাধা দুই পড়ুয়া সহ আরও দুই সহপাঠী একসঙ্গে দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরে স্টেশনের নামে। দক্ষিণেশ্বরের দোতলার এক্সিট গেট দিয়ে বেরিয়ে খাবারের স্টলের সামনে যেতেই ফের মনোজিতের সঙ্গে বিবাদ বেঁধে যায় সেই সহপাঠীর। বাকি দুই বন্ধু তখন একটু দূরে।

    অভিযোগ, বচসা মাঝে আচমকাই আগরপাড়ার পড়ুয়া ব্যাগ থেকে ধারলো অস্ত্র বার করে মনোজিতের বাঁ কাধের নিচে বুকে একাধিক কোপ দিয়ে চম্পট দেয়। তখন বাকি দুই বন্ধু ও স্টেশনের নিচে অপেক্ষারত দুই আত্মীয় রক্তাক্ত মনোজিতকে নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শনে আসা বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি(সাউথ) অনুপম সিং বলেন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক ছাত্র সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে। অভিযুক্ত ছাত্রের খোঁজে তল্লাশি চলছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।” বিবাদের কারণ জানতে ঘটনাস্থলে উপস্থিত বাকি দুই পড়ুয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)