আর জি করে ফের ‘থ্রেট কালচার’? সিনিয়র-জুনিয়র ‘বচসা’, হেনস্তার অভিযোগে শোরগোল
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
রমেন দাস: ফের বিতর্কে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল! এবার সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনল ওই মেডিক্যাল কলেজেরই এক পড়ুয়া। তাঁর অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর হাসপাতালের মেন বয়েজ হস্টেলের ক্যান্টিনে হেনস্তার শিকার হয়েছেন তিনি। তাঁর সঙ্গেও আরও এক পড়ুয়াকে হুমকি দেওয়া হয় বলে ওই অভিযোগপত্রে লেখা হয়েছে। পালটা অভিযোগকারীদের বিরুদ্ধেই ফের ‘থ্রেট কালচার’ আমদানির অভিযোগ করেছেন অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া। এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্রের দাবি, তিনি হাসপাতাল কর্তৃপক্ষকেও বিস্তারিত বিষয়টি জানিয়েছেন।
কী অভিযোগ করেছেন ২০২৩ ব্যাচের ওই পড়ুয়া? তিনি মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে লিখেছেন, ৮ সেপ্টেম্বর কলেজের এক ছাত্র, তাঁদের হেনস্তা করেন! শুধু তাই নয়, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা এসে নাকি তাঁদের উদ্ধার করেন! এই ঘটনার পর ফের চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যদিও অভিযুক্ত ওই চিকিৎসক পড়ুয়া জানাচ্ছেন, “যাঁরা অভিযোগ করছেন এঁরা নিজেরাই হাসপাতালে পুরোনো থ্রেট কালচারের সঙ্গে যুক্ত। ওই দিন বহিরাগত ওই দুই ছাত্র ওখানে গিয়ে অশান্তি করছিল, ওদের বারণ করা হয়। আমরাই নিরাপত্তারক্ষী ডেকে সরিয়ে দিই।” সম্পূর্ণ মিথ্যা অভিযোগ সাজিয়ে, পুরনো দিন ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি অভিযুক্ত ওই ছাত্রের।