• বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় একবালপুরে ‘খুন’ যুবক, তদন্তে পুলিশ
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন যুবক। তার জেরে ওই যুবককে ‘খুন’ করল অভিযুক্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি একবালপুর থানা এলাকার। গত ৯ তারিখ রাত ১২টার পর একবালপুর লেনে অভিযুক্ত আমজাদ ও তাঁর চার সঙ্গী প্রকাশ্যে মদ্যপান করছিল বলে অভিযোগ। মদ্যপানের পাশাপাশি চলছিল অশ্রাব্য গালিগালাজ! একসময় আর থাকতে না পেরে এলাকারই যুবক ধনরাজ প্রসাদ বাড়ি থেকে বেরিয়ে সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন। তখন অভিযুক্তরা ওই যুবকের উপর চড়াও হয়! অভিযুক্ত আমজাদ একটি চপার দিয়ে ওই যুবককে একাধিক কোপ মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন প্রতিবাদী। এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

    পরে রাতেই ৩৭ বছর বয়সী ধনরাজকে উদ্ধার করে স্থানীয়রা এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি আসার কিছু সময় পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা কালবিলম্ব না করে গতকালই প্রগতি ময়দান থানা এলাকার একটি হাসপাতালে ধনরাজকে ভর্তি করান। আজ, শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ ওই প্রতিবাদী মারা যান।

    পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আলি রাজা নামে এক যুবককে আটক করেছে। তাঁকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
  • Link to this news (প্রতিদিন)