সাংসদ উজ্জ্বল নিকমকে বিশেষ প্রসিকিউটর পদ থেকে অপসারণের দাবি, আদালতের দ্বারস্থ খুনের আসামি!
আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জুলাই মাসে আইনজীবী উজ্জ্বল নিকমকে রাজ্যসভায় মনোনিত করা হয়েছে। তা সত্ত্বেও বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) পদে বহাল রয়েছেন তিনি। এরপরই একাধিক খুনের আসামি, বিজেপি নেতা উজ্জ্বল নিকমকে জুলাই মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে নিযুক্ত করার জন্য মুম্বইয়ের একটি আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) পদ থেকে অপসারণের পার্থনা করা হয়েছে। ফলস্বরূপ, মুম্বইয়ের একটি আদালত নিকমের পাশাপাশি মহারাষ্ট্র রাজ্যের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে।
নিকম ২০১২ সাল থেকে এসপিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ২০২৪ সালের এপ্রিলে বিজেপি মুম্বই উত্তর-মধ্য লোকসভা আসনের প্রার্থী ঘোষণার পর তিনি সাময়িকভাবে পদত্যাগ করেন। নির্বাচনে হেরে যাওয়ার পর, তাঁকে এসপিপি হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়।
এই বছরের জুলাই মাসে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উজ্জ্বল নিকমকে রাজ্যসভায় মনোনীত করেন।
দিল্লির ব্যবসায়ী অরুণ টিক্কু এবং চলচ্চিত্র প্রযোজক করণকুমার কক্কড় হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিজয় পালান্ডে, ২০১৩ সাল থেকে এসপিপি থাকায় সংশ্লিষ্ট মামলায় নিকমের অযোগ্যতা দাবি করে আবেদন এই প্রথমবার নয়। ২০২৪ সালের অক্টোবরে, পালান্ডে নিকমের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কিন্তু মুম্বই দায়রা আদালত তা খারিজ করে দেয়।
খুনের আসামি বিজয় পালান্ডের সর্বশেষ আবেদনে বলেছেন যে, নিকম এসপিপি পদে বহাল থাকা "গুরুতর সাংবিধানিক উদ্বেগ উত্থাপন করে।" তিনি সাংসদদের সদস্যপদ বাতিলের বিষয়ে সংবিধানের ১০২ (১) (ক) অনুচ্ছেদ উদ্ধৃত করেছেন।
সংবিধানের ১০২ (১) (ক) অনুচ্ছেদে বলা হয়েছে যে, "ভারত সরকার বা কোনও রাজ্য সরকারের অধীনে 'লাভজনক পদ' ধারণ করলে একজন ব্যক্তি সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন, যদি না সংসদ আইন অনুসারে এই পদের ধারককে অযোগ্য ঘোষণা করে।"
পালান্ডের আবেদনে আরও বলা হয়েছে যে, নিকম ব্যক্তিগত মামলা পরিচালনা করতে পারবেন, যেমন অনেক সাংসদ ব্যক্তিগত আদালতে কাজ করেন, কিন্তু রাজ্য সরকারের অধীনে থাকা এসপিপি-তে নয়। তাঁর আবেদনে উল্লেখ রয়েছে, "এটি আশঙ্কা প্রকাশ করে যে, নিকমের প্রভাব এবং ক্ষমতার কারণে মামলাটি 'একতরফা ব্যাপার' এবং 'ডেভিড এবং গোলিয়াথ যুদ্ধ' হয়ে উঠবে।"
নিকম ২৬শে সেপ্টেম্বরের মধ্যে পালান্ডের আবেদনের বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক জবাব দাখিল করবেন, তবে সাংসদ হিসেবে নিয়োগের সময় তিনি আরও বলেছিলেন যে, এসপিপি-র নিয়োগ লাভজনক পদ নয় এবং তিনি তাঁর কাজ চালিয়ে যেতে পারেন।