• বাইকচালককে গাড়িতে পিষে মারল ডিএমকে নেতা, গ্রেপ্তার
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • চেন্নাই: নিজের বিলাসবহুল গাড়িতে পিষে দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে তামিলনাড়ুতে ডিএমকের পঞ্চায়েত সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিনয়গাম পালানিস্বামী। অন্যদিকে যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে তাঁর নামও পালানিস্বামী। তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময়েই পালানিস্বামীকে ধাক্কা মারেন বিনয়গাম। যদিও মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত অন্য মোড় নেয়। মৃতের পরিবারের সন্দেহ, পঞ্চায়েত সভাপতি জেনেবুঝে এই কাণ্ড ঘটিয়েছেন। এই মামলায় খুনের তদন্ত শুরু করার জন্য তাঁরা পুলিসের কাছে আর্জি জানায়। সেইমতোই তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন আগেই পালানিস্বামী অভিযোগ তুলেছিলেন, একটি ব্যক্তিগত রাস্তা হাতিয়ে নিতে চাইছে পঞ্চায়েত। তারপর থেকেই তাঁর সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের নেতাদের বিরোধ বাঁধে। গাড়িতে ধাক্কা দেওয়ার পিছনে সেই প্রতিবাদের ঘটনাই রয়েছে বলে মনে করা হচ্ছে।  স্থানীয় আদালত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। 

    এদিকে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিরোধী দলের তরফে অভিযোগ, শাসক ডিএমকের আমলেই তামিলনাড়ুতে অপরাধ বাড়ছে। 
  • Link to this news (বর্তমান)