• দক্ষিণপন্থী নেতাদের খুন করার ছক ছিল ধৃত আইএস জঙ্গিদের
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: উৎসবের আবহে নাশকতার ছক বানচাল করে ইতিমধ্যে ৫ আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এবার সেই তদন্তে উঠে এল এক নয়া তথ্য। জানা গিয়েছে, দেশের কয়েকজন বড়মাপের দক্ষিণপন্থী নেতাকে টার্গেট করেছিল তারা। সেইমতো ছকও কষেছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিগন্যাল অ্যাপের মাধ্যমে পরস্পরের মধ্যে যোগাযোগ রেখেছিল ধৃত জঙ্গিরা। সেই অ্যাপের চ্যাট থেকেই মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য। গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গল ও বুধবার দিল্লি, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও তেলেঙ্গানায় অভিযান চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আইএস স্লিপার সেলের ওই সদস্যদের পাকড়াও করার পাশাপাশি বাজেয়াপ্ত হয় আইইডি তৈরির বিপুল সরঞ্জামও। গোয়েন্দারা জানায়, ধৃতরা পাকিস্তানের মদতেই কাজ করছে। এরা সকলে মৌলবাদী আদর্শে অনুপ্রাণিত। মূলত সুইসাইড জ্যাকেট ও সুইসাইড বম্ব তৈরির কাজ করত ধৃতরা। ওই মডিউলে প্রায় ৪০ জন সদস্য রয়েছে বলে খবর। মঙ্গলবার প্রথমে আবু সুফিয়ান ও আফতাব আনসারিকে পাকড়াও করে পুলিশ। সম্প্রতি মুম্বই থেকে দিল্লি এসেছিল দু’জনে। এরপর তেলেঙ্গানা থেকে হুজাইফা ইয়ামেন, মধ্যপ্রদেশ থেকে কামরান কুরেশি ও রাঁচি থেকে আশার দানিশকে গ্রেপ্তার করা হয়। দানিশই এই চক্রের মাথা বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)