• প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এআই ভিডিও, কংগ্রেসকে ক্ষমা চাইতে বলল বিজেপি, ভোটের জন্য মোদি আর কত নীচে নামবে?
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মাকে নিয়ে ভিডিও তৈরি করেছিল বিহার প্রদেশ কংগ্রেস। সেই নিয়ে এবার পালটা আক্রমণের পথে হাঁটল বিজেপি। এআইয়ের সাহায্যে ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে কংগ্রেস অপমান করেছে বলে শুক্রবার অভিযোগ তুলেছে পদ্মশিবির। এর আগেও বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন প্রধানমন্ত্রীর মাকে অপমানের অভিযোগ ওঠে। যার প্রতিবাদে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। এবার ফের সেই বিহারেই একই অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেনের অভিযোগ, এই ভিডিও প্রকাশ করে কংগ্রেস দেশের সব মহিলাকে অপমান করেছে। আর নীচে নামার নিদর্শন তৈরি করল তারা। যদিও পালটা ব্যাখ্যা দিয়েছে কংগ্রেসও। দলের নেতা পবন খেরার বক্তব্য, ‘সন্তানদের শিক্ষা দেওয়া বাবা-মায়ের কর্তব্য। উনি (প্রধানমন্ত্রীর মা) শুধু তাঁর ছেলেকে শিক্ষা দিচ্ছিলেন। এবার ছেলে যদি মনে করে, এটা তাঁর জন্য অপমানজনক, তাহলে তা মাথাব্যথার কারণ।’

    গত বুধবার বিহার কংগ্রেস তাদের এক্স হ্যান্ডলে ওই এআই ভিডিও প্রকাশ করে। শিরোনাম দেওয়া হয়, ‘সাহেবের স্বপ্নে এসেছেন তাঁর মা’। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর স্বপ্নে দেখা দিয়েছেন তাঁর ‘মা’। তিনি বলছেন, প্রথমে মোদি তাঁকে নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছেন। তারপর পা ধোয়ার রিল বানিয়েছেন। এরপর মাকে অপমান করা হয়েছে বলে নাটক করছেন। এই নিয়ে পোস্টার-ব্যানার তৈরি করছেন। ভোটের জন্য মোদি আর কত নীচে নামবেন? 
  • Link to this news (বর্তমান)